Who unfriendme notified on facebook - ফেসবুকে আপনাকে আনফ্রেন্ডকরলে নোটিফিকেশন পাবেন।
How To See, Who Unfriend Me.
ফেসবুক টিপস।
ফেসবুকে কেউ আপনাকে আনফ্রেন্ড করলে নোটিফিকেশন পাবেন যেভাবে!
.
ফেসবুক সবার কাছে খুব জনপ্রিয় এক মাধ্যম। নতুন বন্ধুত্ব তৈরিতে এর জবাব নেই। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা।
.
সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ।
.
সে রকমভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনো ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন।
.
ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী?
.
নিচে দেখুন ↓↓
.
১. প্রথমে আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলুন।
.
২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
.
৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
.
৪. পেজ-এর এক দম নিচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
.
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)।
.
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটিরপাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
.
৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন।
.
৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন।
এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।
.
তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে।
.
মোবাইলে এর এক্সটেনশন অ্যাড করা যাবে না। সুতরাং মোবাইল দিয়ে হবেনা
অথবা Play Store থেকে Yandex Browser Download করে করতে পারেন।

No comments