Header Ads

প্রায় ১৬ দিন ধরে আগুনে পুড়ছে Amazon Forest

প্রায় ১৬ দিন ধরে আগুনে পুড়ছে Amazon Forest -

প্রায় 16 দিন ধরে আগুনে পুড়ছে Amazon Rain Forest
প্রায় 16 দিন ধরে আগুনে পুড়ছে Amazon Forest

আমাজন পুড়ছে!
বিগত প্রায় ১৬ দিন ধরে ভয়াবহ দাবানলে আমাজনের জঙ্গল পুড়ছে, পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে, যে জঙ্গল পৃথিবীর ২০% অক্সিজেন প্রদান করে, যার কারনে পৃথিবীর ১০% Bio Diversity সম্পন্ন হয়, এর কারনেই পৃথিবীর ক্লাইমেট অনেকাংশে নির্ভর করে, সেই জঙ্গল জ্বলছে, পুড়ে খাক হচ্ছে গাছপালা,জীব-জন্তু,  অথচ সেভাবে মিডিয়ার কভারেজ নেই, মানুষের ভ্রুক্ষেপ নেই, এবং আগুন নেভাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্রাজিল সরকারের পক্ষ থেকে ।

এই দাবানল এতই বীভৎস যে স্পেস থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, ১৭০০ কিমি দূরে পর্যন্ত ছাই উড়ে যাচ্ছে।

#PrayForAmazon #Amazonrainforest


Amazon is buring...  Amazon is buring at a record rate...
Amazon Rain Forest যা 'The Lungs of The Planet' নামেও পরিচিত, যা থেকে পৃথিবীর প্রায় 20% অক্সিজেন আসে। আমাদের পরিচিত Biodiversity-র প্রায় 10% এখানে অবস্থিত।সেই Amazon Rain Forest প্রায় 16 দিন ধরে আগুনে পুড়ছে ।সাধারনত Rain Forest  ভেজা ও আর্দ্র  হয়,কিন্তু জুলাই ও আগস্টে শুস্ক মরসুম শুরু হয় যা, সেপ্টেম্বরের শুরুতে শিখরে পৌঁছায় আর নভেম্বরের মাঝামাঝি অবধি চলে।Brazil Space Research Center INPE-এর মতে Amazon Rain Forest-এ স্যাটেলাইটের মাধ্যমে 73,000-টি অগ্নিকান্ড চিহ্নিত করা গেছে যা, 2018-এর তুলনায় অনেক বেশি।এর ধোঁয়া প্রায় 1700 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এই ক্ষতিগ্রস্ত Rain Forest-এর প্রভাব সারা পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতেও বড়ো রকমের প্রভাব ফেলবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।



We Could Lose the Amazon Forest as the Fires Rages for Weeks on End!!, Pray for Amazonia, Brazilian fires destroying the Amazonia Forest, Fires are destroying the Amazon forest, We Could Lose the Amazon forest to these fires, Fires are destroying the Amazonia Forest, How much of the Amazon forest destroyed by fires, Amazon forest Fire, What happens if we lose the Amazon forest?, Devastating Fires Destroying the Amazon Forest, amazon forest fire 2019

No comments

Powered by Blogger.