Header Ads

২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার ১০০ টি প্রশ্ন ও উত্তর>>>


১। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? ☞ ৭ এপ্রিল
২। দহগ্রাম ছিটমহল টি কোথায়? ☞ লালমনিরহাট
৩। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য 7/22m,আয়তন 4 m3 হলে তার ব্যাস কত? ☞ 4m
৪। Fill in the blank with the correct option.No one can ______ that he is clever. ☞ deny
৫। ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? ☞ Nematoda
৬। হাইড্রার মুকুল কি কাজে ব্যাবহার হয়? ☞ অযৌন প্রজনন
৭। ফটোকেমিকেল স্মগ তইরীতে কোন বায়ুদুষক ব্যবহার হয় না ? ☞ CFC/☞ o3 confused
৮। একটি বল ২০ ms-1 বেগে অনুভুমিকের সাথে ৪৫ ডিগ্রি কোনে নিক্ষেপ করলে, বলটি কত দূরে পরবে? ☞ 40m
৯। Fill in the blank with the correct option.He gave up ____ football when he got married. ☞ playing
১০। নিচের কোনটি নিওক্লিয়ার পাওয়ার স্টেসনে জ্বালানিরূপে ব্যাবহার হয়? ☞ 235u
১১। স্থুলতার সহিত সম্পর্ক যুক্ত রোগ কোনটি? ☞করোনারি হার্ট ডিজিজ
১২। কাইরাল ক্রেন্দ বিশিষ্ট অ্যালকোহল হল☞বিউটানল-২/☞২-মিথাইল-১বিউটানল confused
১৩। পিচ্ছিল বরফের উপর 1kg ওজনের একটি পাথর 2ms-1 বেগে চলার 10s পর ঘর্ষণের ফলে থেমে গেল এখানে ঘর্ষণ বল কত? ☞ 0.2N
১৪। Fill in the blank with the correct option.A person who writes about his own life writes ____.
☞An autobiography
১৫। ভারতীয় উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ☞লর্ড মাউন্টব্যাটেন
১৬। মাইক্রোভিলায়গুলো একত্রিত হয়ে ক্রুদ্রান্তের উপরিভাগে কি সৃষ্টি করে? ☞ব্রাশ বর্ডার
১৭। রক্তেস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিসেকারাইড হল ☞ গ্লাইকোজেন
১৮। ভরবেগ 2 গুন হলে গতিশক্তি কত গুন হবে ? ☞চার গুন
১৯। Choose the correct Translation :গরু ঘাস খেয়ে বাঁচে। ☞The cow lives on grass
২০। ২০১৪ শালে চিকিৎসায় নোবেল পেয়েছেন কতজন? ☞৩ জন
২১। ইউরিন হালকা হলুদ হয় কোনটির জন্য? ☞ইয়রোক্রোম
২২। কোনটি গ্লবিউলার প্রোটিন নয়? ☞ ইনসুলিন
২৩। 500g ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2N বল প্রয়োগ করে 1m দূরে সরানো হল। বস্তুটির উপর কি পরিমান কাজ করা হল? ☞ 2J
২৪। Choose the best possible passive from-Who is calling me? ☞By whom am i being called?
২৫। ইয়াহু মেইল চালু হয় কত সালে? ☞ ১৯৯৭
২৬। ক্ল্যাভিকল এর বৈশিষ্ট্য কোনটি? ☞ এটি একটি বাকানো অস্থি
২৭। 10% NaCl দ্রবণের মোলারিটি কত? ☞ 1.709 mol/L
২৮। চন্দ্র ও পৃথিবীর দূরত্ব যদি দিগুন হয়, তবে তাদের মধ্যে মহাকর্ষ বল পূর্বের তুলনায়-
☞ চার ভাগের এক ভাগ হবে
২৯। Choose the correct spelling- ☞ separate
৩০। চলনের সময় হাঁটু ভাঁজ করতে সাহায্য করে কোন পেশী? ☞বাইসেপস ফিমোরিস
৩১। মৃদু এসিড আর সবল ক্ষারকের টাইটে্রশনে উপযোগী নির্দেশক কোনটি? ☞ ফেনলফথ্যালিন
৩২। ভূপৃষ্ঠে এক বেক্তির ওজন 50kg। কত উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে? ☞ 1600km
৩৩। Choose the correct spelling- ☞ Lieutenant
৩৪। ক্ষুধা নিয়ন্ত্রণ কার কাজ? ☞ হাইপোথ্যালামাস
৩৫। সিরামিকের জন্য ব্যবহার করা হয় না কোনটি? ☞ Al4C3
৩৬। স্টীলের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি পরিবর্তন হয়? ☞ কমবে
৩৭। Select the correct sentence. ☞ He resembles his father
৩৮। পিউপিল কোথায় অবস্থিত? ☞ আইরিশের মধ্যবর্তী স্থানে
৩৯। ন্যানো কনা তৈরিতে ব্যবহার করা হয় না কোনটি? ☞ ফুলারিন
৪০। 4m দৈর্ঘ্য এবং 30.5mm ব্যাসের একটি স্টিলের তারের উপর 5kg ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে-
☞ 4.9x10-4m
৪১। Choose the best possible passive from- 'we dont like idle people' is- ☞Idle people are not liked by us
৪২। অগ্নাসয়ের আলফা কোষ থেকে নিসৃত হয়- ☞ গ্লুকাগন (not sure)
৪৩। কক্ষ তাপমাত্রা কত? ☞ ২৯৮k
৪৪। নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে কোন বৈশিষ্টের উপর? ☞ঘনত্ব
৪৫। The idiom 'without issue' means- ☞ childless
৪৬। ফায়েনসেফানলের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? ☞ তৃতিও ভ্রেন্তিকল
৪৭। গ্রীন হাউস গ্যাস নয় কোনটি? ☞ N2
৪৮। পানিকে 0ডিগ্রিc থেকে 10ডিগ্রিc তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তন- ☞ বাড়ে
৪৯। জলাতঙ্কের টিকার আবিষকারক কে? ☞ লুই পাস্তুর
৫০। মোটর প্রকৃতির স্নায়ু কোনটি? ☞ হাইপোগ্লসাল
৫১। নিচের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ☞ টেলিভিসন তরঙ্গ
৫২। একটি ইঞ্জিন 3400J তাপ গ্রহন করে এবং 2400J তাপ বর্জন করে। ইঞ্জিনের ক্ষমতা কত? ☞29.41%
৫৩। কোনটি Shakespare এর লেখা নয়? ☞ ওয়ার এন্ড পিস
৫৪। কোনটি ভ্রুনিও এক্তড্রাম থেকে সৃষ্টি হয়? ☞ ক্রেন্দ্রিও স্নায়ুত্রন্ত
৫৫। কোন আয়ন টি আকারে ছোট? ☞ Na+
৫৬। একটি ক্যাপাসিটর কাজ করে- ☞ Dc সার্কিটে (not sure)
৫৭। নোবেল পুরস্কার পান নি কে? ☞ স্তিফেন হকিং
৫৮। গনোরিয়া রোগের কারণ? ☞ ব্যাক্টেরিয়া
৫৯। অ্যামোনিয়ার বন্ধন কোন কত? ☞ ১০৭
৬০। 250v সম্পন্ন বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত একটি হিটারের কাজ করতে 8A বিদ্যুতের প্রয়োজন হয়। হিটারের শক্তি কত? ☞ 2000W
৬১। মিনা কার্টুন এর রূপকার কে? ☞ মোস্তফা মনোয়ার
৬২। মানুষের দেহকোষে কতটি অটোসম থাকে? ☞ ৪৪ টি
৬৩। 0.005 M H2SO4 এ দ্রবণের ph কত? ☞ 
৬৪। চৌম্বক & ভৌগলিক অক্ষ সমন্বয়ে তৈরি কোণের পরিমান কত? ☞ ১৭ ডিগ্রি
৬৫। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ☞ হেলসিনকি
৬৬। কোন রোগটি ব্যাক্টেরিয়া সৃষ্ট? ☞ কলেরা
৬৭। একটি দ্রবনের PH হল 6. দ্রবনে আরও HCl দ্রবন যোগ করায় দ্রবনের PH 3 করা হল।
সেশ দ্রবনে H+ আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে- ☞10^-3 times
৬৮। Bangladesh is overpopulated people. Here overpopulated means- ☞too many people
৬৯। ডেঙ্গু কোন ভাইরাসের কারনে হয়? ☞ ফ্লাভি
৭০। স্থির তাপমাত্রায়, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে? ☞ ডানে
৭১। Choose the correct form of sentence ☞ I await for your decision
৭২। আলুর কোন ভাইরাসের কারনে ধ্বসা রোগ হয়? ☞ Phytopthora (not sure)
৭৩। ফুড প্রিজারভেতিভ এ সাইট্টিক এসিডের ph কত? ☞ ৪.৫০
৭৪। Termination means- ☞ to end
৭৫। প্রোটিনের এমিনো এসিড গুলো কোন বন্ধনী দারা যুক্ত থাকে? ☞ পেপটাইড
৭৬। 25ডিগ্রিc তাপমাত্রায় পানির আয়নিক গুনফল কত? ☞ 1.0x10^-14
৭৭। What is the best possible meaning of 'white Elephant'? ☞ a costly and troublesome thing
৭৮। গ্লুকোজ কি ধরনের যৌগ? ☞ হেক্সস মনোসেকারাইড
৭৯। কোনটির কেলাস ঘনক আকৃতির? ☞ Nacl
৮০। Which of the following is the correct proverb? ☞All is well that ends well
৮১। Cycus উদ্ভিদের সুক্রানু কিরুপ? ☞ বহু-ফ্লাযেলাযুক্ত
৮২। প্রস্থছেদের ক্ষেত্রফল 2 গুণ হলে রোধ কত হবে? ☞অর্ধেক
৮৩। Agaricus এর সঞ্চিত খাদ্য কোনটি? ☞ তৈল বিন্দু (not sure)
৮৪। +2d ক্ষমতার লেন্সের ফোকাস দূরত্ব কত? ☞ +.৫
৮৫। পত্ররন্ধের খোলা বন্ধের উপর প্রভাব বিস্তার করে কোনটি? ☞ অসমোটিক প্রেসার
৮৬। একটি দুরিবিক্ষন যন্ত্রের সর্বনিম্ন বিবর্ধন ক্ষমতা M, যদি নলের ফোকাস দূরত্ব দ্বিগুণ করা হয়, তবে বিবর্ধন ক্ষমতা কত? ☞ M/2
৮৭। ব্রায়ওফাইটের নিসেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ☞তরল
৮৮। একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনী রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? ☞ ইলেকট্রন
৮৯। হ্যাচ স্ল্যাক পর্বে কার্বন-ডাই-অক্সাইড গ্রহীতা কোনটি? ☞ ফস্ফোইনল পাইরুভেট
৯০। কোন রশ্মি. ২০ সে.মি পুরুতের স্টিল ভেদ কর্তে- ☞ গামা রশ্মি
৯১। মানুষের রক্তের ph কত? ☞ 7.4
৯২। অবাত শ্বসনে গ্লুকোজ ভেঙ্গে কি উৎপন্ন হয়? ☞ CO2 ও ইথাইল অ্যালকোহল
৯৩। নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যাবহার হয়? ☞ Rn
৯৪। পরাগরেনুর ইনটাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে নলাকারে বের হয়ে আসে? ☞ জনন রন্ধ
৯৫। গ্লুকোজে কার্বনের সংখ্যা কয়টি? ☞ ৬
৯৬। বাণিজ্যিক ভাবে উদ্ভিদ প্রজননের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি? ☞ কৃত্তিম প্রজনন
৯৭। ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ☞ 1000মিউm-100cm
৯৮। টিকা তৈরি হয় কোন পদ্ধতিতে? ☞ জৈব প্রযুক্তি
৯৯। মানব দেহের রক্তে কোন বাফারটি PH নিয়ন্ত্রন করে না? ☞ অ্যাসিটেট বাফার
১০০। কোন বায়োমের মাটি হিউমাস সমৃদ্ধ? ☞ সাভানো বায়োম

No comments

Powered by Blogger.