Header Ads

দেখে নিন কার সাইটে কি থিম এবং কি কি প্লাগিন ব্যবহৃত হচ্ছে। এবং আপনিও এসব প্লাগিন ব্যবহার করুন

আসসালামু আলাইকুম

আশাকরি সবাই ভাল আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তাই আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশাকরি পোষ্ট টা আপনাদের ভাল লাগবে।



তো চলুন শুরু করা যাক। অনেক সময় আমরা নেটে ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন সাইটে সুন্দর থিম দেখি। কিন্তু আমরা সেগুলোর নাম জানতে পারিনা। এবং থিম মেকারে ঠিকানা পাইনা। ফলে আমরা অইরকম থিম কিনতে পারিনা। আমি আপনাদের যে টিউটোরিয়াল টা দেখাব, সেটা দিয়ে আপনি দেখতে পারবেন কোন সাইটে কি থিম এবং কি কি প্লাগিন দিয়ে বানানো হয়েছে। কে থিমটা বানিয়েছে সেই সব তথ্য গুলো পেতে পারবেন। কাজটা করার জন্য প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবেলিংকে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট এ দেখানো জায়গায় নাম দিয়ে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন কি প্লাগিন ইউজ করা হয়েছে। এই যে দেখুন আমি tipsnow24 লিখে সার্চ করেছিলাম। এই সাইটের থিম নাম এবং প্লাগিন গুলো দেখাচ্ছে। নিচে আরও বিস্তারিত দেখতে পারবেন। আজ আর নয়,আজকের মত এখানেই শেষ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোন পোষ্ট এ। পোষ্ট টা ভাল লাগলে আমার ফালতু সাইট টা ঘুরে আসবেন প্লিজ

———আল্লাহ হাফিজ——–

This Post First Publish On Tipsnow24.com

No comments

Powered by Blogger.