Header Ads

কিভাবে ১০০% Verify PayPal একাউন্ট খুলবেন। U.S.A Number সহ এবং ব্যাংক একাউন্ট এড করবেন?? [পার্ট ১]


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________
❐❐ উপরে টাইটেল দেখে বুঝে গেছেন হইতো।
❐ কারণ FaihadBD তে এটা নিয়ে পোস্ট আছে। কিন্তু Full মানে ১০০% PayPal Account খুলা সর্ম্পকে সেটা নেই। শুধু USA Number দিয়ে খুলা। সেটার পোস্ট আছে।
❐ আমি দেখাবো যে কিভাবে ১০০% Verify PayPal Account খুলবেন। এবং একটি Payonner Account খুলে PayPal Account এর সাথে এড করে ১০০% Verify করবেন।

❐❐আর আমি দেখাবো কিভাবে PayPal Business Account খুলবেন এবং ১০০% Verify করবেন।
※※※※※※※※※※※※※※※※※※※※
✓✓নোট যা যা লাগবে
১. সর্বপ্রথম আপনার একটি USA Phone Number লাগবে যেটা সব সময় Active থাকে। এখন প্রশ্ন হলো যে এমন নাম্বার কোথায় পাবে?? আমি বলবো আপনারা Textnow, textplus,nextplus, এগুলো App থেকে নাম্বার গুলো ব্যাবহার করবেন না। কারণ এগুলো App এ দেখা যায় অনেক সময় নিয়মিতো না ডুকার Login এর সম্যসা হলে। সেই নাম্বার টা আর পাবেন না।
আমি বলবো Dington App টি ব্যাবহার করেন। ওই খানে আপনি একটু সময় নিয়ে 100credit earn করে একটি USA NUMBER কিনতে পারেন যা ১ বছর সময় পাবেন। আমি ও ব্যাবহার করি অনেক ভালো App. এর সর্ম্পকে আরও জানতে TrickBD, Youtube এ দেখতে পারেন।
↓↓↓
বা এখান থেকে Dington App টি ডাউনলোড করতে পারেন।
Click To Download DINGTON App For USA NUMBER
২. আপনার Bank বা Credit Card ছাড়া PayPal Account 100% verify করতে পারবেন না। তার জন্য আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা Payonner Account খুলবেন। এবং ওই একাউন্ট দিয়ে PayPal এ Add করে আপনি 100% verify করবেন আপনার PayPal Account.
৩. আপনার একটি GMail Account যেটা দিয়ে আগে কোন PayPal একাউন্ট খুলা হয়নি। আমি বলবো নতুন একটি GMail Account খুললেই ভালো হবে।
৪. USA Fake Address
Stress Address,City,State,&zip code
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻
.
উপরের এগুলো হলেই বাস হয়ে গেলো।
❐এখন একাউন্ট খুলার পালা।
তার আগে আমি বলে নেই আমি এই পুরো কাজ কি ভাবে কি করতে হয় A-Z দেখাবো ৩টি পার্ট এ বিভক্ত করে।
.
✓✓ আজকে দেখাবো কিভাবে আপনারা PayPal Account খুলবেন??
আর আমি দেখাবো Business Account খুলা। ভয় পাবেন না Personal Account এর থেকে Business Account সব দিক দিয়ে ভালো।
তো কাজে লেগে পড়ি
প্রথমে Chrome Browser Open করুন সার্চ করুন PayPal.com
এরপর Desktop Mod করে নিন।

এবার সার্চ বারে গিয়ে লিখুন paypal.com/usa
তারপর Enter করুন।

এবার login এ ক্লিক করুন। তারপর Business Account Select করুন।


এবার আপনার GMail Account টি দিয়ে Continue করুন।
তারপর পাসওয়ার্ড দিন শুধু সংখ্যা ব্যাবহার করুন এমন (23467428) ৮ টি বা তার বেশি।


এখানে আপনার legal সত্যি নাম টা দিন
1. Fast Name
.
2. last Name
.
3. Business Legal Name এ Last name টা দিলেও হবে।
.
4.Phone Number এর জায়গায় ওই Dington থেকে কিনা নাম্বার টা দিন। যেটা সব সময় Active বা খুলা থাকবে।
.
5. street address টা USA Fake Address থেকে দিন। বা আমি যেটা ব্যাবহার করছি ওইটা ও ব্যাবহার করতে পারেন।
.
6. City এটা Street Address এর ওপর নির্ভর করে দিবেন।
.
7. State দিন এটাও ৬ এর অনুসারে
.
8. ওই State অনুসারে Zip code দিন।
তারপর Term Condition এ (✓) দিয়ে Create an Account এ ক্লিক করুন।

এখান থেকে USA Fake address ব্যাবহার করুন


›’›››››
এবার
1. Business Type (Individual Select করুন)
.
2. Business Category ( আপনার পছন্দ অনুসারে দিন।
.
3.Business subcategory এটা উপরের টার সাথে মিল রেখে দিন।
.
4. আপনার মাসিক ইনকাম টা দিন।
.
5.এটা না দিলেও হবে (optional)

_______
তারপর
1. একটি ৪ সংখ্যার পিন দিন(এটা অব্যশই মনে রাখবেন পরে কাজে দিবে)।
.
2. Date of Birth দিন অব্যশই ১৮ এর উপরে বয়স দিবেন হিসেব করে।
.
3. Home address দিন ওই Street address টা।
.
4. City দেন আগে যা দিয়েছেন ওইটায়।
.
5. State দেন আগে যা দিয়েছেন ওইটায়।
.
6. Zip code.

কাজ শেষ এখন Submit এ ক্লিক করুন। এবং আপনার GMail টি চেক করুন একটি Mail যাবে। ব্যাস আপনার GMail verify হয়ে গেলো।

এখন বলতে পারেন ভাই ফোন নাম্বার টা কিভাবে Verify করবো। এটা ভাই ওরা একসময় আপনার কাছে চেয়ে verify করে নিবে। তার জন্যই বলছি আমি যে আপনারা একটা Active USA Number ব্যাবহার করবেন।
٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪٪
.
আজ এই পযর্ন্ত (পার্ট ২) দেখাবো কিভাবে আপনারা Payonner Account খুলবেন। খুব সহজেই।
.
আর (পার্ট ৩) দেখাবো কিভাবে Payonner Account এর সাথে PayPal এর লিংক এড করে 100% verify PayPal Account খুলবেন বা সর্ম্পূণ করবেন।
.
.
চিন্তার কোন কারণ নেই অন্য পার্ট গুলো আমি তারাতারি দিবো।
.
আজ এই পযর্ন্ত ভালো থাকবেন সবাই
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
This Post First Publish On Trickbd.com

No comments

Powered by Blogger.