প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় যুবকের আইডি খেয়ে দেওয়ার হুমকি
প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় যুবকের আইডি খেয়ে দেওয়ার হুমকি -
ফেসবুক, এটি এমন একটি বুক যে বুকে মাথা রেখে ঘুমায় কটি কটি মানুষ। এটি এমন একটি বুক যেটি পড়ে শেষ করা যায় না এবং এর শেষ কোথায় তাও কেও জানে না। আর এই ফেসবুক এখন যুবক যুবতীদের জন্য প্রেম নিবেদনের একটি অন্যতম মাধ্যম। তবে মেয়েদের জন্য ফেসবুকে ঢুকা একটা চ্যালেঞ্জ বলে মনে করেন যুবকরা। কারন মেয়েদের কারনে সান্তিতে ফেসবুক চালানো যাচ্ছে না বলে জানায় এক অসহায় বালক। তিনি বলেন এক মেয়ে তাকে প্রায় ৬ মাস ধরে প্রেম নিবেদন করেই আসছে। এটি নিয়ে দুজনের মধ্যে অনেক ঝামেলাও হয়।
এক পর্যায়ে মেয়েটি তাকে মেসেজ দিয়ে বলে প্রেমের প্রস্তাব গ্রহন না করলে আইডি খেয়ে দিবে মেয়েটি। ঘটনাটির পর এক সন্ধ্যায় এক চায়ের দোকানে ছেলেটিকে কাদতে দেখা যায় কারন জানতে চাইল বলেন সেই মেয়েটির কথা। স্থানিয় লোকজন বলেন এটি তদন্ত করা হবে এবং যদি এখানে মেয়েটির দোশ হয়ে থাকে তাহলে উলটা তার আইডি খেয়ে দেয়া হবে। ঘটনাটি জানার পরে মেয়েটিকে আর ফেসবুকে দেখা যায়নি সেদিন এর পর থেকে। সবার ধারনা ভয়ে এফবি ছেরে পালিয়েছে মেয়েটি। এবং মেয়েটিকে আইনের আওতায় আনা হবে বলে যানায় একজন।
পরবর্তি আপডেটের জন্য আমাদের Mohinbd24 এর সাথেই থাকুন ধন্যবাদ।
No comments