Header Ads

তিনটি রাজধানীর দেশ কোনটি আপনি জানেন কি ? - Educoxbd.com

 

তিনটি রাজধানী রয়েছে কোন দেশে ? 


আজকে জেনে নিন একটা সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর। 

এমন দেশ কোনটি যেখানে তিনটি রাজধানী রয়েছে। 

এমন দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

এখানে রয়েছে তাদের তিনটা নিজস্ব রাজধানী সহ আরও দুটি রাজধানী মোট পাঁচটি । 

দক্ষিণ আফ্রিকার রাজধানী - 

রাষ্ট্রটির তিনটি রাজধানী আছে।

  1.  নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া বা তশোয়ানে 
  2.  আইন বিভাগীয় রাজধানী - কেপটাউন   
  3.  বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন বা মানগাউং ।

 

 দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহানেসবার্গ যেটা স্বর্ণের রাজধানী নামে খ্যাত।  

 




 এছাড়া ডারবান ও পোর্ট এলিজাবেথ অন্যতম প্রধান কিছু নগরী।


এছাড়াও আরও দুটি রাজধানী রয়েছে দক্ষিণ আফ্রিকায়।

এগুলো হলো স্বর্ণ এবং হিরা।


  1. স্বর্ণের রাজধানী - জোহানসবার্গ 
  2. হীরার রাজধানী - কিমবার্লিন 


আশা করি সবাই আজকের প্রশ্ন টা জেনে গেছেন। 

এভাবেই নিয়মিত ছোট ছোট বিভিন্ন সাধারণ জ্ঞান আপডেট পাবেন আমাদের ওয়েবসাইট এডুকক্সবিডি তে।

তাই নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 


Tag : Gk,gk 2020,গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, তিনটি রাজধানীর দেশ,স্বর্ণের রাজধানী,হীরার রাজধানী, দক্ষিণ আফ্রিকার রাজধানী,General knowledge 2020,আপডেট সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান। 

No comments

Powered by Blogger.