Header Ads

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশ ২০২০

 প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০। 

সেনাবাহিনীর নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে 

বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০

“In War, In Peace We are Everywhere for our Country” (সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে)” এই স্লোগানটি সবারি জানা আর সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২০ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ‘র সকল তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেনাবাহিনী নিয়োগ সার্কুলার মোটামুটি ০৩ ভাবে প্রকাশ করা হয় যেমন সেনাবাহিনী সামরিক নিয়োগ, সিভিল নিয়োগ ও সেনাবাহিনীর অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ।  বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সামরিক বাহিনীর একটি  গুরুত্বপূর্ণ  শাখা। বাংলাদেশ সেনাবাহিনী চাকরি মানেই গৌরব ও সম্মানের জীবন যেটা সবারি জান। জেনে রাখা ভালো বাংলাদেশ সেনাবাহিনীর  সদর সপ্তর ঢাকা সেনা নিবাসে অবস্থিত।


বাংলাদেশ সেনাবাহিনীর সামরিকে সার্কুলার গুলোর নাম হলোঃ 

  বিএমএ স্পেশাল কোর্স, ডিএসএসসি বা আরভিএন্ডএফসি, ডিএসএসসি  ( স্পেশাল পারপাস ) এএমসি, ডিএসএসসি( এ এম সি ) পুরুষ ও মহিলা, সেনাবাহিনীর সৈনিক পদে,আর্মি মেডিক্যাল কোরে, ডিএসএসসি ,এএফএনএস,স্বল্প মেয়াদি কমিশন- আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস,এম ও ডি সি সৈনিক পদ, বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স, আর্মি মেডিকেল কোর/আর্মি ডেন্টাল কোরে ক্যাপ্টেন, এ এম সি  ও ৬৪ তম এডিসি, সেনা শিক্ষা কোরে  জুনিয়র কমিশন্ড অফিসার, এম ও ডি সি নিয়োগ। পদসমূহ ও পদমর্যাদাঃ ১.১ কমিশন্ড অফিসার (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার)  ১.২ জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ১.৩ নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং ১.৪ সাধারণ সৈনিক


Full Circular :








No comments

Powered by Blogger.