কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ সাম্প্রতিক প্রশ্নের বাচাই করা প্রশ্ন।
কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ সাম্প্রতিক প্রশ্নের বাচাই করা প্রশ্ন।
কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ সাম্প্রতিক । Professors Current Affairs December 2020।
আজ সাম্প্রতিক প্রশ্ন-উত্তর অংশ দেয়া হল।
আমরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিয়ে থাকি।
কারেন্ট অ্যাফেয়ার্স এর সব পেইজ না পরে নির্দিষ্ট কিছু পেইজ পড়লেই চলে। ব্যাংক বা বিসিএস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অপরিহার্য।
বাংলাদেশ
প্রশ্ন :বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কী?
উত্তর : মাে. ফরিদুল হক খান।
প্রশ্ন : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ২০২০ কার্যকর হবে কবে?
উত্তর :১৭ ডিসেম্বর ২০২০।
প্রশ্ন : বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে?
উত্তর :বাংলাদেশে।
প্রশ্ : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ কার্যকর হবে কবে?
উত্তর : ৮ ডিসেম্বর ২০২০।
প্রশ্ন : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : Bangladesh Academy for Securities Markets (BASM) I
প্রশ্ন : বর্তমানে মার্কেটে বন্ড আছে কতটি?
উত্তর :২৬৯টি।
প্রশ্ন :বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে?
উত্তর :১৪৮টি (সূত্র : জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী; ১৬ নভেম্বর ২০২০।
প্রশ্ন :বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ওষুধ রপ্তানি হচ্ছে?
উত্তর: ৯টি (সূত্র : জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী; ১৬ নভেম্বর ২০২০।
প্রশ্ন : বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায়?
উত্তর : কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (GIFS)-এ।
প্রশ্ন : দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি?
উত্তর : ৪৩৬টি।
প্রশ্ন : Police Cyber Support for Women কী?
উত্তর : নারীদের সাইবার নিরাপত্তাজনিত সেবা, যেখানে অভিযোেগ গ্রহণ, তদন্ত এবং পরামর্শ প্রদানসহ সকল পর্যায়ের কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা।
প্রশ্ন :১৬ নভেম্বর ২০২০ কোন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে?
উত্তর : রূপালী ব্যাংক লিমিটেড।
প্রন্ন : আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তর :অষ্টম।
প্রশ্ন : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কী?
উত্তর : জনকূটনীতি অনুবিভাগ।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম স্পাের্টস চ্যানেলের নাম কী?
উত্তর : T-Sports
আন্তর্জাতিক
প্রশ্ন :আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌ ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে
উত্তর : সুদানে।
প্রশ্ন : ১৭ নভেম্বর ২০২০ কোন দেশ মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করে?
উত্তর : ভারত।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজ করে কোন সংস্থা?
উত্তর : জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (CSA)।
প্রশ্ন :ইউরােপীয় ইউনিয়নের Earth Observation Programme 49 নাম কী?
উত্তর :Copernicus।
প্রশ্ন ; SpaceX কী?
উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রণ প্রতিষ্ঠান।
প্রশ্ন : ১৫ নভেম্বর ২০২০ প্রথমবারের মতাে SpaceX’র কোন মহাকাশযান পৃথিবী থেকে নভােচারী নিয়ে মহাকাশ স্টেশনে (ISS) যায়?
উত্তর : ড্রাগন মহাকাশযান।
প্রশ্ন : ৮ নভেম্বর ২০২০ জাপাদের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে মনােনীত হন কে?
উক্জ : যুবরাজ আকিশিনাে ফুমিহিতাে।
প্রশ্ন : পাকিস্তানের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২৫ অক্টোবর ২০২০।
প্রশ্ন : পাকিস্তানের প্রথম মেট্রো ব্রেললাইনের দৈর্ঘ্য কত? ২৫শে
উত্তর :২৭.১ কিমি; ১৬.৮ মাইল।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
প্রশ্ন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের সিনেটর ছিলেন?
উত্তর : ডেলাওয়ার; ৩ জানুয়ারি ১৯৭৩-১৫ জানুয়ারি ২০০৯।
প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভােট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্তর : জো বাইডেন।
প্রশ্ন : সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উত্ত : জো বাইডেন; নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল ৭৭ বছর ১১ মাস ১৫ দিন।
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস।
পুরস্কার
প্রশ্ন : ২০২০ সালে সালে এশিয়া লিটারেরি অ্যাওয়ার্ড লাভ করেন কে?
উত্তর : কথাসাহিত্যিক শাহীন আখতার (বাংলাদেশ)।
প্রশ্ন : ২০২০ সালের ১৬তম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে?
উত্তর : সাদাত রহমান (বাংলাদেশ)।
প্রশ্ন : নােবেলজয়ীদের পাের্ট্রেট (প্রতিকৃতি) আঁকা চিত্রশিল্পীর নাম কী?
উত্তর : শিল্পী নিকলাস এলমেহেদ (সুইডেন)
December Current Affairs pdf নিয়ে নিন নিচের লিংক থেকে।
নিচের লিংক থেকে বইটি ডাউনলোড করে নিন
PDF 2020,
No comments