Banglalink online Service এর সকল সুবিধা সমূহ
Banglalink online Service এর সকল সুবিধা সমূহ :
বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নানা ধরনের সূযোগ সুবিধা। যেখানে তাদের গ্রাহকরা পাচ্ছে নানা ধরনের অফার এবং দুর্দান্ত নেটওয়ার্ক। এসকল সুবিধার পাসাপাসি বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য চালু করেছে Banglalink online Service যেখানে বাংলালিংক গ্রাহকেরা পাবে এক ভিন্ন ধরনের সুবিধা আজ আমি আপনাদের Banglalink online Service সম্পর্কে বিস্তারিত A-z বলব তো চলুন দেখে নেই কি আছে Banglalink online Service এ।
banglalink online service call history :
অনেকেই বাংলালিংকের কল হিস্ট্রি এবং মেসেজ হিস্ট্রি দেখার জন্য বলেছেন। আজ banglalink online service call history এবং message history কিভাবে দেখবেন এটি সবার আগেই দেখাবো কারন এই বিষয়টি নিয়ে আগেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। কল এবং মেসেজ হিস্ট্রি দেখার জন্য প্রথমেই এখানে লগিন করুন । যদি একাউন্ট না থেকে থাকে তাহলে কিভাবে একাউন্ট করবেন এখানে দেখুন । আর একাউন্ট খোলার পরে ৫০০ এম্বি বোনাস পাবেন।
আসা করি উপরের লিংক থেকে আপনি একাউন্ট খুলে লগিন করেছেন। এবার বাম দিকে থ্রিডট মেনুতে ক্লিক করুন এবং সাইড বার থেকে Usage History তে ক্লিক করুন কাজ শেষ পেয়ে যাবেন আপনার কল হিস্ট্রি সহ মেসেজ হিস্ট্রি।
বাংলালিংক অনলাইন সার্ভিস সম্পর্কে নিচে আরো সুবিধা সমূহ তুলে ধরা হয়েছে।
1. Recharge :
এই অপশনের মাধ্যেমে আপনি আপনার কাংখিত বাংলালিংক নাম্বারে যে কোন কার্ড যেমন visa card, master card, dbbl card এর মাধ্যেম সহ বিকাশ রকেট থেকে সরাসরি রিচার্জ নতে পারবেন।
2. Amar offer :
এই অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটিতে কি কি অফার আছে। বা আপনি কোন কোন অফারের আওতাভুক্ত আছেন।
3. Internet :
এই অপশনের মাধ্যমে আপনি বাংলালিংক এর সকল ইন্টারনেট অফার দেখতে পারবেন এবং চাইলে ওখান থেকেই কিনতে পারবেন। এখানে আপনি বাংলালিংক এর সকল ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন সহজেই।
4. Bundle :
এখানে আপনি আপনার Bundle List দেখতে পারবেন মিনিট প্যাক এসএমএস প্যাক সাথে ইন্টারনেট প্যাক দেখতে পারবেন এই অপশন থেকে।
5. Usage History :
এখান থেকে আপনি banglalink online service call history এবং message history সহ কোন নাম্বারে কথা বলার পরে কত টাকা কেটেছে এবং আপনি যে ইন্টারনেট ব্যাবহার করছেন কবে কত এম্বি ইউজ করেছেন তার সকল ডিটেইলস দেখতে পারবেন এখান থেকে। তো বুঝতেই পারছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।
6. Recharge History :
এখানে আপনি দেখতে পারবেন আপনি কবে কত টাকা রিচার্জে করেছেন।
7. Roaming History :
এখানে আপনি Roaming History দেখতে পারবেন। তবে অবশ্যই আগে আপনার এই সার্ভিসটি এক্টিভ করে নিতে হবে।
8. FnF :
এখানে আপনি দেখতে পারবেন কোন কোন নাম্বারের সাথে আপনার সিমটি এফ এন এফ করা আছে।
9. Priyojon :
এই অপশনে গেলে আপনি সকল বিষয় জানতে পারবেন এটি তাদের অপশনে এলরেডি দেয়া আছে।
10. SIM Information :
এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে আপনি আপনার দিমের সকল তথ্য জানতে পারবেন যেমন - Pin code, puk code, imsi সহ সকল তথ্য।
No comments