ভিডমেট পুরানো ভার্সন সাথে ডাউনলোড সমস্যার সমাধান
ভিডমেট ডাউনলোড সাথে ডাউনলোড সমস্যার সমাধান লেটেস্ট -
অতি প্রয়োজনীয় একটি এপ্স এখন ভিডমেট। আমরা যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি তাদের জন্য ভিডমেট একটি গুরুত্বপূর্ণ এপ্স। কিন্তু নতুন নতুন আপডেট আসার ফলে ভিডমেটে দেখা দিয়েছে নানা সমস্যা। আর অনেক খোজাখুজি করেও সমাধান পাননি? তাহলে আপনি ঠিক যায়গায় এসেছে। চলুন কয়েকটা ভার্সনের নানা ধরনের সমস্যা গুলি দেখে নেই নিচে -
ভিডমেটের কিছু সমস্যা-
আলাদা আলাদা সমস্যা আলাদা আলাদা ভার্সনের তবে কমন কয়েকটি সমস্যা দেখে নিন -
১) ডাউনলোড এরর বা ডাউনলোড না হওয়া।
২) ক্যাপচা সমস্যা যেমন কিছু ডাউনলোড করতে গেলে ক্যাপচা আসে।
৩) ইউটিউবে ক্লিক করলে নিয়ে যাচ্ছে অন্য কোন পেজে ।
৪) বিরক্রিকর এড শো করে যা আপনাকে মাথ খারাপ করে দেয়।
৫) যেমন স্পিড আসা করে ভিডমেট থেকে তা পাচ্ছেন না।
আজ এ সকল সমস্যার সমাধান দিব আপনাদের। প্রথে এখানে ক্লিক করে ভিডমেট ডাউনলোড করে নিন
এরপর ইন্সটাল করুন মনে রাখবেন ওপেন করার পরে আপডেট চাইবে আপনি আপডেট দিবেন না। এরকম একটি পেজ আসবে স্ক্রিনশট এর মত করে কেটে দিবেন প্রতিবার আপডেট চাইলে -
এই ভার্সনটি একমাত্র কোন সমস্যা ছারা ব্যবহার করতে পারবেন।। এমনকি আমি নিজেই এটি ব্যবহার করি কয়েকমাস যাবত। আপডেট দিলে আবার সমস্যা হতে পারে তাই আপডেট করবেন না। তো এখন আর চিন্তা কিসের এখন চালাতে থাকুন আর mohinbd24 এর সাথেই থাকুন।
কোম মন্তব্য থাকলে কমেন্ট করুন ধন্যবাদ।
কোম মন্তব্য থাকলে কমেন্ট করুন ধন্যবাদ।
No comments