স্কিটো সিমের অফার সহ সকল সার্ভিস সম্পর্কে বিস্তারিত
skitto সিমের অফার সহ সকল সার্ভিস :
Skitto খুব কম সময়ে জনপ্রিয় একটি সিম যেটি থেকে সকল প্যাকেজ কম দামে ব্যবহার করা সম্ভব। আজ আপনাদের skitto সিম এর বেপারে সকল প্রশ্নের উত্তর দিব skitto সিমের অফার সহ সকল skitto সিম এর প্রয়োজনীয় Code এখানে পাবেন। skitto data share, skitto balance transfer, skitto new sim offer সহ A-Z আশাকরি এখানে আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন।
Skitto SIM price and offer 2020
Skitto সিম কি?
skitto সিম একটি ডিজিটাল টেলিকম ব্র্যান্ড যা দিচ্ছে আকর্ষণীয় সব ডাটা প্যাক অফার ও সুপার লো কল রেটস এবং এসবের সাথে পাচ্ছেন সব থেকে important দেশের শক্তিশালী নেটওয়ার্ক এবং skitto sim 4G supported তাই নেটওয়ার্ক নিয়েও কোন সমস্যায় পরার চান্স নেই।
skitto SIM price :
হ্যা আপনি হতো New skitto sim কিনতে আগ্রহি কিন্তু আপনার জানা দরকার new skitto sim এর দাম সম্পর্কে। আপনি নতুন skitto sim পাবেন মাত্র ২০০ টাকায়।
skitto কোথায় পাবেন?
আপনি যদি ঢাকা বা চট্টগ্রাম এ থাকেন, তাহলে আপনি skitto সিম হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন এবং এর জন্য আপনাকে কোন ডেলিভারি চার্জ দিতে হবে না। এবং আপনি যদি ঢাক কিংবা চট্রগ্রাম এর না হয়ে থাকেন তাহলে আপনি এগুলি যেকোন skitto পিক-আপ পয়েন্ট থেকে সিম পেতে পারেন। skitto-সিম ক্রয়ের জন্য শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দরকার হবে।
skitto new sim offer :
আপনি যদি নতুন skitto sim কিনতে চান তাহলে আপনার জন্য থাকছে আকর্ষণীয় কিছু অফার নতুন skitto সিম এর সাথে আপনি পাবেন:
○ ৩ জিবি বোনাস ডাটা (৭ দিন মেয়াদ)
○ ১০০ ফ্রি SMS যেকোনো লোকাল নাম্বারে
○ ১০ টাকা বোনাস ব্যালান্স
○ ৫০ এমবি বোনাস ডাটা (৩০ দিন মেয়াদ)
এছারাও আপনি যদি প্রমো কোড ইউজ করেন তাহলে এই সব কিছুর সাথে আপনি যদি প্রমো কোড দিয়ে skitto সিম কিনেন আপনি পাবেন আরো ১ জিবি বোনাস ডাটা (৭ দিন মেয়াদ)
skitto emergency balance :
সকল সিমের মত skitto sim এও পাচ্ছে এমারজেন্সি ব্যালেন্স। আপনার সিমে ২ টাকা বা তার থেকে কম থাকলে আপনি ৫ টাকা এমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। এজন্য আপনাকে skitto app ওপেন করতে হবে
○skitto app এর মেনু তে ক্লিক করুন
○এবার দেখুন emergency loan লেখা আছে সেখানে ক্লিক করুন
○এবার পপ আপ একটি উইন্ডো তে দেখাবে আপনি ৫ টাকা পেয়ে গেছেন। বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট দেখুন -
skitto balance transfer :
আপনি চাইলে আপনার ব্যালেন্স শেয়ার করতে পারেন সেজন্য আপনাকে যা করতে হবে -
○আপনার skitto app open করুন
○হোম বার এর মেনুতে ক্লিক করুন
○এবার balance share option এ ক্লিক করুন
○এবার আপনার বন্ধুর নাম্বার এবং টাকার পরিমান লিখে Alright Let's do it এ ক্লিক করুন
○আপনার ভেরিফিকেশন কোড দিন। কাজ শেষ বুঝতে সমস্যা হলে স্ক্রিনশট দেখুন -
skitto data share :
skitto সিমে ডাটা শেয়ার বা ট্রান্সফার কিভাবে করবেন? চলুন নিচের স্টেপ গুলো ফলো করুন -
○আপনার skitto app open করুন
○হোম বার থেকে মেনুতে যান
○এবার দেখুন Data share লেখা আছে সেখানে ক্লিক করুন
○এবার আপনি যে নাম্বারে ডাটা শেয়ার করবেন সেই নাম্বার লিখুন এবং নিচে পরিমান লিখে transfer করুন। না বুঝলে স্ক্রিনশট দেখুন -
How to set skitto internet settings :
Profile – skittonet
APN – skittonet
cheack Balance & Data Balance Dial *121*1# or *121#
cheack Balance & Data Balance Dial *121*1# or *121#
No comments