Header Ads

শুভ জন্মদিন: জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২১

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এর মাধ্যমে বন্ধু, প্রিয়তমা ও প্রিয়জনকে শুভ জন্মদিন জানানোর জন্য আমরা আজকের পোস্টে সেরা কিছু জন্মদিনের স্ট্যাটাস ও জন্মদিনের এসএমএস শেয়ার করব। এই স্ট্যাটাসগুলোর মাধ্যমে আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার মন জয় করে নিতে পারবেন।
শুভ জন্মদিন: জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২১

তাছাড়া বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আরো কিছু জনপ্রিয় Bangla Birthday Wish শেয়ার করব। এছাড়াও ভাই বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা বেশ কিছু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সংগ্রহ করেছি। আশাকরি জন্মদিনের শুভেচ্ছা এসএমএস (Birthday SMS Bangla) আপনাদের পছন্দ হবে।

Sending happy birthday wishes in Bangla has become a necessary tradition these days. It can be hard to find the unique Bangla birthday wish for the special birthday boy or girl especially, with so many options. A genuine happy birthday SMS Bangla will surely make anyone’s day.

শুভ জন্মদিন

সাধারণত ইংরেজি পঞ্জিকা বর্ষ হিসেব করে আমরা জন্মদিন পালন করে থাকি। প্রত্যেকের জীবন শুভ কামনা করার জন্য আমরা শুভ জন্মদিনে বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানাই। বিশেষকরে ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে স্পেশাল ইভেন্ট সহ বিভিন্ন ধরনের জন্মদিনের স্ট্যাটাস দিয়ে থাকি।


এক সময় আমাদের দেশে শুধুমাত্র ছোট ছোট বাচ্ছাদের জন্মদিন উদযাপনের প্রবনতা ছিল। কিন্তু এখন সব বয়সের মানুষের জন্মদিন উদযাপন করা হয়। তাছাড়া ফেসবুক ও শোশ্যাল মিডিয়ার যুগ হওয়ায় ফেসবুকে ও ম্যাসেঞ্জারে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস জানানোর হার বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য স্ট্যাটাস ব্যবহৃত হয়।

জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এখানে বিভিন্ন ধরনের “জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস” সংগ্রহ করা হয়েছে। বিশেষকরে “শুভ জন্মদিন বন্ধু” বলার জন্য বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস। “শুভ জন্মদিন প্রিয়তমা” বলার জন্য ভালবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা এসএমএস এবং “শুভ জন্মদিন ভাই” বলার জন্য ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করব। আশা করছি শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের ভালো লাগবে।




একসাথে অনেক গুলো বছর পার করলাম তোর সাথে। মান অভিমান ও করেছি অনেক। তবে আমাদের বন্ধুত্ব আজও আছে সেই আগের মতো, যেমনটা ছিলো আগে। আজকে তোর জন্মদিনে তোর জন্য অগণিত শুভ কামনা রইলো।

তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।

পৃথিবীর মিষ্টি কেকের থেকেও তোমার হাসি মিষ্টি। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা রইল।

শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমার অনেক ভালোবাসা রইল তোমার এই স্পেশাল দিনে। আমি তোমাকে কথা দিলাম তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করব। হ্যাপি বার্থ ডে মাই লাভ।

আজকের এই দিনটি আমার কাছে খুব স্পেশাল। কারণ আজ তোমার জন্মদিন। আজ আমাদের এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবেই আমি সারাজীবন তোমার পাশে থাকব এবং তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করে যাব। শুভ জন্মদিন সুইটহার্ট।

শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা সেই বিশেষ ব্যক্তিকে যে আমার জীবনে প্রচুর ভালোবাসা এবং খুশি বয়ে এনেছে। আমি খুব অহংকার বোধ করি প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা একসঙ্গে সময় কাটাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের জীবনে এই খুশি যেন অটুট থাকে এবং আমাদের এই মিষ্টি সম্পর্ক। 

তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ এবং আমার মুখে হাসি ফুটিয়েছ। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং আমার ভালোবাসা। তোমার এই বিশেষ দিনটিকে আমরা একসঙ্গে উদযাপন করে আরও বিশেষ করে তুলতে চাই। হ্যাপি বার্থ ডে মাই লাভ।

আমি পৃথিবি সবথেকে লাকি ভাগ্যবান ব্যক্তি কারণ আমার জীবনে তোমার মতো একজন সুন্দর হৃদয়ের মানুষ রয়েছে। অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। হ্যাপি বার্থ ডে মাই লাভ।

প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনার মিষ্টি প্রেমিকার মন জয় করতে এই জন্মদিনের শুভেচ্ছাগুলি পাঠাতে পারেন। দেখবেন তার অবশ্যই ভালো লাগবে।

সবাইতো ফুলদিয়ে উইশ করে। আমি না হয় হৃদয় দিয়ে করবো। কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে। আমি না হয় এসএমএস দিয়ে বললাম। শুভ জন্মদিন...

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২১

আর একটা বছর এসে গেলো বেরে যাবে আর একটা মোমবাতি ,কাল ও ছিলাম আজ ও আছি। তোমার জন্মদিন আর সাথী। শুভ জন্মদিন

মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে, সিনিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাঁসে,পাখির গানে পরিবেশে মায়াবি এক ধয়া। পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিন এর ছোঁয়া। Happy Birthday!

রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা শুভ জন্মদিন

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন

নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ, জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস! শুভ জন্মদিন!

কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে! হ্যাপি বার্থডে!

শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন

আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি, কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে। শুভ জন্মদিন...

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। শুভ জন্মদিন

কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়। শুভ জন্মদিন!!

ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা

তোমার জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবে হৃদয়ে তুমি। শুভ জন্মদিন!

তোমার জীবন যেন ভরে ওঠে অনেক অনেক স্বর্গীয় আশীর্বাদের উপহারে। তুমি নিজেই যখন পৃথিবীর কাছে একটা এত বড় উপহার, তখন তুমি নিশ্চই পৃথিবীর সেরা উপহারটি পাওয়ার যোগ্য। শুভ জন্মদিন!

জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা। এই কবিতা পড়ে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে? শুভ জন্মদিন!

রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা। শুভ জন্মদিন!

আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে, দু:খগুলো যাক দুরে। শুভ জন্মদিন!

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন। শুভ জন্মদিন!

তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর, ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের, ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের! শুভ জন্মদিন!!

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!

আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কালও ছিলাম আজও আছি তোমার পথ চলায়। প্রমিস করছি থাকবো সারাটা জীবন! হ্যাপি বার্থডে!!

শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন। মুখে তোমার দিপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি। হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে, তেমন করে তোমার জীবন যেন শুখের সাগরে ভাসে।

শুভ জন্মদিন প্রিয়তমা

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!

আমার ছোট্ট পরী, তুই আমার জীবনে দিনের আলো রাতের তারা। তোর জীবনের প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দময় আর খুশিতে ভরপুর। শুভ জন্মদিন!

গ্রীষ্মের ফুলগুলি, ভালোবাসার অঞ্জলি। শরৎ এর গীতালি, হেমন্তের মিতালী। শিতের পিঠাপুলি,বসন্তের ফুল-কলি, এমন করে ভরে থাক তোমার জীবনের দিন গুলি। শুভ জন্মদিন!

যতদিন আকাশে চন্দ্র-সূর্য থাকবে, ততদিন যেন এই পৃথিবীতে তোর নাম জ্বলজ্বল করে। জন্মদিনে এই শুভকামনা আর আশীর্বাদ জানাই।

তোমার প্রতিটা জন্মদিন খুব সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে আসে। তোমার হাসি দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। সারাজীবন এভাবেই হেসে-খেলে কাটাও, এই প্রার্থনাই করি। শুভ জন্মদিন!

তোমার জন্য আমার অনুভূতি প্রকাশ করার মতো কোন শব্দ আজ আমার কাছে নেই। শুভ জন্মদিন মাই লাভ। প্রার্থনা করব এই পৃথিবীর সব সুখ তোমার জীবনে ভরে উঠুক।

পৃথিবীর মিষ্টি কেকের থেকেও তোমার হাসি মিষ্টি। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ। আমার মিষ্টি প্রেমিকার জন্য তার জন্মদিনের এই বিশেষ দিনটিতে অনেক ভালোবাসা পূর্ণ শুভেচ্ছা রইল।

আজকে একটি উপযুক্ত দিন তোমায় বলার জন্য যে তুমি আমার জীবনে একজন অসাধারণ নারী। যে আমার জীবনকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করেছে। আমি তোমাকে কথা দিচ্ছি তোমার খুশির জন্য আমি সবকিছু করব। শুভ জন্মদিন আমার ভালোবাসা।

তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ এবং আমার মুখে হাসি ফুটিয়েছ। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং আমার ভালোবাসা। তোমার এই বিশেষ দিনটিকে আমরা একসঙ্গে উদযাপন করে আরও বিশেষ করে তুলতে চাই। হ্যাপি বার্থ ডে মাই লাভ।

বউ হিসেবে আমি পেয়েছি তাকে। সারাজীবন ভালোবেসেছি যাকে। মনে আছে আজ এক শুভ দিন। মনে আছে আমার, তোমার জন্মদিন। এই সুন্দর পৃথিবীতে, এসেছো তুমি আজকের এই দিনে। অভিন্দন তোমাকে তোমার জন্মদিনে। আমি কবিতা হয়ে এসেছি,তোমাকে জানতে শুভেচ্ছা জন্মদিনের। পূর্ণ হোক তোমার মনের ইচ্ছা, সুন্দর হোক তোমার জীবন।

বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা

তুই যখন নেংটা ঘুরে বেড়াতি, তখনও তোর বন্ধু ছিলাম। তোর যখন চুল পেকে যাবে, তখনও তোর বন্ধু থাকবো। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।

বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, গল্প করবো তোমার সাথে আমি সারা রাত, তুমি যদি কষ্ট পাও,আমায় দিও ভাগ, তোমার কষ্ট শেয়ার করব, হাতে রেখে হাত!

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব, যদি বন্ধু ভালো হয়- তাহলে সেখানে, অশ্রুর কোনো ঠাই নেই।

বন্ধু তুই আমার পরিবারের একজন। তোকে ছাড়া চলবে না আমার জীবন। পৃথিবীতে তোর আগমনের এই দিনে, প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।

শুভ জন্মদিন বন্ধু। দোয়া করি তুমি যেনো জল্লাদের মতো একটা সুন্দর বউ পাও।

তুমি তো অনেক চালাক! আজকে যখন দেখা হয়েছিলো তখন তো বলোনি যে আজকের তোমার জন্মদিন! তাহলে তো আজকের খাবারের বিল তোমার থেকেই আদায় করতাম। এটা জমা থাকলো। শুভ জন্মদিন বন্ধু, জমা থাকলো কিন্তু!

শুভ জন্মদিন বন্ধু! আজকে বিরিয়ানি খাওয়া! তরে দিমু আমি দোয়া, তর বউ হইবো ভালা। যদি কস পকেট ফাঁকা, তাইলে করমু আমি দোয়া, তোর বউ হইবো ঝাল।

বন্ধু তুই থাকলে আমার পাশে, কঠিন রাস্তাটাও সহজে হয়ে যাবে। সব সময় আমি থাকবো তোর পাশে, ভুলেও কখনো তুই ছেড়ে যাস না আমাকে। কামনা করে তোর সুন্দর জীবন, জানাই তোকে জন্মদিনের অভিনন্দন।

তুই আমার জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা। চিন্তা করিস না, প্রোপজ করব না, জন্মদিনের উইজ করব। শুভ জন্মদিন।

দোস্ত, আজকের নাকি তোর জন্মদিন! সত্যিই আজকে তোর জন্মদিন! আজকেই তো? তুই কি সিউর যে আজকের তোর জন্মদিন! ভালোভাবে আজকের তারিখ দেখ তো একবার!

শুভ জন্মদিন বন্ধু

শুভ জন্মদিন আমার প্রিয় বান্ধবী, বিয়ের পরেতো তর কোনো খবরই নাই! জামাই পেয়ে বান্ধবীদের ভুলে গেছিস নাকি!

চিন্তা করো না, তোমাকে এখনো অল্প বয়স্ক মনেহয়। তোমার মেকআপের কাছে বয়সের হার হবেই। শুভ জন্মদিন মেকআপওয়ালী।

শুভ হোক তোর জন্মদিন, ছেলে মেয়ে দিয়ে পূর্ণ হোক তোর সংসার, জামাই আদর পেয়ে সুখে কাটুক তোর প্রতিটি রাত।

যদি আমার কোনো বোন থাকতো তাহলে তোর মতোই হতো। আমি খুব ভাগ্যবান যে তোর মতো বান্ধবী পেয়েছি। শুভ জন্মদিন বোন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় বান্ধবী। দোয়া করি যেনো পরের বছর তোর জন্মদিন আসার আগেই যেনো তোর বিয়ে হয়ে যায়। তা না হলে আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছা পূরণ হবে না। সব ছেলেগুলো তো শুধু তোর পেছনেই ঘুর ঘুর করে!

বন্ধু হয়ে আছি পাশে, থাকবো আজীবন। আমার সব আনন্দ গুলো তোমায় দিলাম, বিনিময়ে তোমার দুঃখ গুলো নিয়ে নিলাম। শুভ জন্মদিন বান্ধবী, সুখে থেকো আজীবন।

শুভ জন্মদিন দোস্ত। এবার জন্মদিনে তোকে বরফ উপহার দিবো ভাবছি। সবাই তকে হট বলে। প্রতিদিন শরীরে বরফ লাগাবি, তাহলে শরীর ঠান্ডা থাকবে, হট হবে না।

যদি আমার কোনো বোন থাকতো তাহলে তোর মতোই হতো। আমি খুব ভাগ্যবান যে তোর মতো বান্ধবী পেয়েছি। শুভ জন্মদিন বোন।

আগের সরি বলে নিচ্ছি, কারন আজকে তোর জন্মদিনে আমি এমন কিছু করতে যাচ্ছে যার জন্য তোর মন খারাপ হবে। আমি তো ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পারি না, আমি তকে ভালোবাসি। আমি জানি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস না। আমাকে ভালবাসতে হবে না, আমি একাই ভালোবেসে যাবো। সরি তোকে ভালোবাসার জন্য।

আমি পৃথিবি সবথেকে লাকি ভাগ্যবান ব্যক্তি কারণ আমার জীবনে তোমার মতো একজন সুন্দর হৃদয়ের বন্ধু রয়েছে। অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। হ্যাপি বার্থ ডে মাই ফ্রেন্ড।

শুভ জন্মদিন ভাই

শুভ জন্মদিন ভাইয়া, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো।

শুভ জন্মদিন বড় ভাইয়া। আলোকিত হোক ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো।

আজকে তোমার জন্মদিন। আমি বন্ধুদের সাথে পার্টি করবো। যদি টাকা না দাও, তাহলে ভাবিকে বলবো যে, তোমাকে গতকাল একটা মেয়ের সাথে দেখছি। এরপর ভাবি তোমাকে…ওহ! জন্মদিনের উইশ ই তো করা হয়নি। শুভ জন্মদিন প্রিয় বড় ভাই।

তোমার মতো বড় ভাই আছে যার, তার আর শত্রু দরকার হবে না। আমার আগে কেন আসছো দুনিয়াতে? আগে এসে আমার সাথে দাদাগিরি করো। যেহেতু তুমি বড় ভাইয়া, তোমার জন্মদিনে আমাকে কি দিবে বলো। দাঁড়াও, আগের উইশ করে নেই। শুভ জন্মদিন ভাইয়া।

বাবার মতো করে বড় করেছো। যখন যা চেয়েছি তা ই দিয়েছো। বাবা হারানোর কষ্টটা বুঝতে দাও নি। আমি সৌভাগ্যবান, তাই তো পেয়েছি তোমার মতো ভাই। শুভ জন্মদিন বড় ভাই।

বাবার পরে যার কাছে বেশি আদর পেয়েছি সে হচ্ছে আমার ভাইয়া। আমি খুব ভাগ্যবান। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো। শুভ জন্মদিন বড় ভাইয়া।

বাবাকে হারিয়েছি অনেক আগে, কিন্তু কখনো মনেহয়নি যে বাবা আমার পাশে নেই। আমার বাবার জায়গা পূরণ করা সেই ভাইয়ার আজকে জন্মদিন। সবাই দোয়া করবেন যেনো আমার ভাইয়ার জন্য।

আপনার মতো ভাই পাওয়া সত্যি খুপ ভাগ্যের বেপার। আপনাকে আমি ভাই হিসাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। শুভ জন্মদিন ভাইয়া।

আমি মনে করেছিলাম আপনার এই জন্মদিনে আমাদেরকে একটা ভাবি এনে দিবেন অনেক আশায় ছিলাম। যাই হোক পরের জন্মদিনে যেন মনে থাকে। শুভ জন্মদিন!

আমার প্রিয় ছোট ভাই, আজকের এই দিনে দোয়া করি তুই অনেক বড় হ এবং মা বাবার মুখ উজ্জ্বল কর। এবং দোয়া করি তোর জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য বয়ে আসুক। শুভ জন্মদিন!

Bangla Birthday Wish

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন। সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন।

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা

সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল। আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল। শুভ জন্মদিন

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। শুভ জন্মদিন

শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!!

নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু, যা যেন কখনো হয় না শেষ। তোমার এই জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন

দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন! চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন!!

তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন!

জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক ভালবাসা নিও

Birthday SMS Bangla

জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু-বান্ধব, প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও

একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় শুভ জন্মদিন

অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে। শুভ জন্মদিন

আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে, আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানা আভাস। শুভ জন্মদিন

আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। শুভ জন্মদিন

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। শুভ জন্মদিন

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গিন। সুখ যেনো না হয় বিলীন, দুঃখ যেনো না আসে কোন দিন। শুভ জন্মদিন

সবাইতো ফুলদিয়ে উইশ করে। আমি না হয় হৃদয় দিয়ে করবো। কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে। আমি না হয় এসএমএস দিয়ে বললাম। শুভ জন্মদিন

তোমার জন্মদিনে তোমাকে পাঠালাম হাজার হাসির শুভেচ্ছা। যারা তোমাকে প্রতিদিন হাসাবে, আনন্দ দেবে। শুভ জন্মদিন

শতবর্ষ পূর্ণ হোক তোমার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় তোমার ভরে উঠুক মধুর সুরের বাঁশিতে, দুঃখ বেদনা মিলিয়ে যাক আনন্দ ভরা খুশিতে, আলোকিত হোক জীবন ফোটা ফুলের সুভাষে।

Birthday Wish for Friend Bangla

জন্মদিন মানে কদিন বাঁচলাম সেটা হলো জানা, জন্মদিন মানে কদিন বাঁচবো সেটা সবার অজানা, জানা অজানা হাত ধরাধরি করে জীবন চলুক বয়ে, কে জানে কখন ফুরাবে জীবন মৃত্যু নামটি নিয়ে।

আজকের এই বিশেষ দিনে, এসেছিলে এই দুনিয়াতে। জানাচ্ছি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, সুন্দর হোক তোমার জন্মদিন।

বন্ধু তুই থাকলে আমার পাশে, কঠিন রাস্তাটাও সহজে হয়ে যাবে। সব সময় আমি থাকবো তোর পাশে, ভুলেও কখনো তুই ছেড়ে যাস না আমাকে। কামনা করে তোর সুন্দর জীবন, জানাই তোকে জন্মদিনের অভিনন্দন।

বন্ধু তুই আমার পরিবারের একজন। তোকে ছাড়া চলবে না আমার জীবন। পৃথিবীতে তোর আগমনের এই দিনে, প্রানভরা শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে।

আজকে কিন্তু পার্টি হবে! চিন্তা করিস না, তোর জন্মদিন উপলক্ষে আজকে আমি পার্টি দিবো। কিন্তু পার্টি শেষ বিল টা তুই দিয়ে দিলেই হবে। শুভ জন্মদিন বন্ধু। আমি পার্টির ব্যবস্থা করা শুরু করি তাহলে।

শুভ জন্মদিন বন্ধু। দোয়া করি তুমি যেনো জল্লাদের মতো একটা সুন্দর বউ পাও।

আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন।

শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন।

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!

মুছে দিও পুরোনো বেদনা, খুলে দিও মনেরই জানালা, ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি, ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা। শুভ জন্মদিন!!

শেষ কথা

আশাকরি আমাদের সংগ্রহ করা জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এর মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব, প্রিয়তমা ও ভাইকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরেছেন। আমাদের এই স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনার ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারলে পোস্টটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন।

No comments

Powered by Blogger.