ভবিষ্যৎ চাকরিতে এগিয়ে বিজ্ঞান–প্রকৌশল–অর্থনীতি জ্ঞানসম্পন্নরা: বিল গেটস
করোনা মহামারির কারণেই বিশ্বে চাকরি হারিয়েছেন হাজারো মানুষ। আবার এরই মধ্য নতুন স্নাতক বা নতুনেরা চাকরির বাজারের প্রবেশের জন্য অপেক্ষায় আছেন। চাকরি হারানোরাও নতুনদের সঙ্গে চাকরিবাজারের প্রতিযোগী। এসব প্রতিযোগীসহ চাকরির বাজারে কাদের চাহিদা এ বছরে বেশি, তা জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস। ভবিষ্যৎ চাকরির বাজারে কারা কারা অন্যদের চেয়ে এগিয়ে থাকবে, তা–ও জানিয়েছেন তিনি।
No comments