Header Ads

Emergency balance code gp, robi, Banglalink, teletalk, skitto

Emergency balance code gp, robi, Banglalink, teletalk, skitto -


Emergency balance, জিপি, রবি, বাংলালিংক, টেলিটক, স্কিটো, এয়ারটেল,
Emergency balance code  


আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে সকল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কোড। আমরা কখনও না কখনও এমন বিপদে পরেই থাকি যে মোবাইলের টাকা শেষ।  আসেপাসে লোডের দোকানও নেই। বা এমন কোথাও আছি যেখানে রিচার্জ করা সম্ভব না। আর সিম কম্পানিগুলো তাদের গ্রাহকদের সুবিধার জন্য দিয়ে থাকে এই emergency balance বা লোন। তবে কাজের সময় যদি এই কোড জানা না থাকে বা মনে না থাকে তাহলে তো আরেক ঝামেলা তাই আজ সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিবেন সেই কোডগুলো সেয়ার করব।  তো চলুন শুরু করি -

robi emergency balance :


রবি সিমে emergency balance নিতে ডায়াল করুন *8# অথবা *123*007#
Emergency balance cheack করতে ডায়াল করুন *1#

এখানে আপনি balance, internet, minutes লোন নিতে পারবেন। ইমার্জেন্সি ব্যালেন্স এর পরিমানের উপর নির্ভর করে আপনার থেকে ২.৫৫ টাকা সার্ভিস চার্জ কাটা হবে।

ইমার্জেন্সি টাকা দিয়ে আপনার মেইন ব্যালেন্সে যোগ হবে তাই আপনি চাইলে ইন্টারনেট মিনিট প্যাক সহ সব কিছু করতে পারবেন।

airtel emergency balance code :


Airtel সিমে emergency balance নিতে ডায়াল করুন *141# সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পেতে পারেন *141# ডায়াল করে।

teletalk emergency balance :


Teletalk সিমে emergency balance নিতে ডায়াল করুন - *1122# এবং এখান থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত লোন বা ইমার্জেন্সি ব্যালেন্স পেতে পারেন।

gp emergency balance :


Gp emergency balance নিতে ডায়াল করুন *1010*1# এবং emergency balance চেক করতে ডায়াল করুন *566*28#
এখানে আপনি ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পেতে পারেন।

banglalink emergency balance :


Bl emergency balance নিতে ডায়াল করুন *874# এখান থেকে আপনি সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পেতে পারেন।

Skitto emergency balance code :


Skitto সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য skitto app থেকে সাইড বার থেকে ৫ টাকা লোন নিতে পারবেন।

No comments

Powered by Blogger.