Vpn কি? Vpn কিভাবে কাজ করে? Vpn এর সুবিধা এবং অসুবিধা কি?
Vpn কি? Vpn কিভাবে কাজ করে? Vpn এর সুবিধা এবং অসুবিধা কি?
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবাই-ই কম বেশি ভিপিএন এর সম্পর্কে জানি বা ভিপিএন দিয়ে অনেকেই ফ্রি ইন্টারনেট কিংবা ব্লক ওয়েবসাইটে ভিজিট করে থাকি। কিন্তু অনেকেই জানিনা ভিপিএন আসলে কি? ভিপিন কেন ব্যবহার করা হয় এবং ভিপিএন এর সুবিধা এবং অসুবিধা গুলো কি কি? আজ আপনাদের সামনে এসকল বিষয় নিয়েই কথা বলব তো চলুন যেনে নেই ভিপিএন সম্পর্কে সকল তথ্য -
Vpn কি? :
Vpn হচ্ছে Virtual Private Network ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ককে বুঝায় ।
Vpn কেন ব্যাবহার করা হয়? :
পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল Vpn । আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের সকল ডাটা যেমন আমরা কোথায় আছি কোন ইন্টারনেট সং যোগ ব্যবহার করছি তা এসব তথ্য গোপন রাখার জন্য Vpn ব্যবহার করা হয়ে থাকে। আবার ধরুন কোন একটা ওয়েবসাইট যদি বাংলাদেশ বন্ধ করে দেয়া হয় তাহলে Vpn ব্যবহার করে সেই ওয়েবসাইটে ভিজিট করা সম্ভব।
VPN এর সুবিধাগুলো কি কি? :
১) VPN ব্যবহার করার কারন হল আপনি সকল ডাটা নিরাপদ ভাবে আদান প্রদান করতে পারবেন ।
২) VPN ব্যবহার করলে আপনার লোকেশন কেউ ট্র্যাক করতে পারবে না ।
৩) Vpn ব্যবহার করলে ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন ।
৪) VPN আপনার ip address হাইড করে রাখে। এতে করে হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নেই ।
৫) VPN আপনার ব্রাউজিং history-র কোনো ট্র্যাক রাখে
না। তাই আপনি অনলাইনে পুরোপুরি ভাবে নিরাপদ ।
৬) VPN ব্যবহার করে আপনি ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন।
যেমন, যদি ইউটিউব বা ফেসবুক আমাদের দেশে বন্ধ করে দেয়া হয়, তাহলেও আপনি VPN ব্যবহার করে ইউটিউবে বা ফেসবুকে ঢুকতে পারবেন। মানে আপনাকে ব্লক করে দেয়া যে কোন ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।
Vpn এর অসুবিধা কি কি?
১) এটি দিয়ে আপনি টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন না।
২) Vpn ব্যবহারের কারনে কিছু ওয়েবসাইট আপনার একাউন্ট ব্যন করে দিতে পারে।
৩) Vpn ব্যবহার করে Google Adsens বা Admob এ প্রবেশ করলে আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে।
No comments