Header Ads

Android Phone এর কিছু টিপস & ট্রিকস ২০১৯

স্মার্ট ফোনের ব্যবহার প্রতিদিন ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বর্তমানে আমাদের নিত্যদিনের সিংহভাগ সময় দখল করে রয়েছে এই স্মার্ট ফোন। স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে আরও সহজতর করেই চলেছে। স্মার্ট ফোনের কিছু প্রয়োজনীয় টিপস জানা থাকলে সেই গুলো স্মার্ট ফোন ব্যবহারের অভিজ্ঞতা কে আরও সহজ করে দেয়। তাহলে চলুন জেনে নেয়া নেই স্মার্ট ফোনের জন্য কয়েকটি টিপস এন্ড ট্রিক্সঃ

১। দ্রুত চার্জ করাঃ

ধরুন আপনার স্মার্ট ফোনের ব্যাটারি প্রায় শেষ, কিন্তু অল্প কিছুক্ষনের মধ্যে আপনাকে জরুরী কাজে বাহিরে যেতে হবে। কি করবেন তখন? সহজ উপায় হল আপনার মোবাইলের Airplane Mode অন করে চার্জে দিন। দেখবেন কম সময়ে পূর্বের চাইতে অনেক দ্রুত আপনার মোবাইলে চার্জ হচ্ছে। তাছাড়া আপনি মোবাইলে ডার্ক ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। এতে ব্যাটারির চার্জ বেশিক্ষন পর্যন্ত স্থায়ী থাকবে।

২। Ad থেকে মুক্তিঃ


ধরুন আপনি একটি মুভি দেখছেন অথবা মজাদার কোন অফলাইন গেম খেলছেন। কিন্তু বারবার Ad আসার কারনে বিরক্তবোধ করছেন? তাহলে আপনি আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন অথবা আবারও Airplane Mode চালু করে দিন। আর রক্ষা পান Ad এর যন্ত্রনা থেকে। এবার শান্তি মত উপভোগ করুন আপনার প্রিয় মুভি বা গেম।


৩। Webpage সেভ করে রাখুনঃ


আমরা প্রায়ই অনলাইনে বিভিন্ন খবরা-খবর, বই, আর্টিকেল বা আন্যান্য তথ্য সংগ্রহ করার জন্য গিয়ে থাকি। কিন্তু ইন্টারনেট কানেকশন দুর্বল হওয়ার কারনে অনেক সময় Webpage ওপেন হতে অনেক সময় লাগে বা ওপেনই হয় না। অথবা পরবর্তীতে সেগুলো পড়ার জন্য সংরক্ষন করতে চান, তাহলে Google Chrome আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। আপনি যে Webpage টি সংরক্ষন করতে চান প্রথমে সেই Webpage টি ওপেন করুন। তারপর উপরে ডানপাশে তিনটি ডট চিহ্নিত মেনু বার টি ওপেন করুন। এবার Download আইকনে ক্লিক করুন। কাজ শেষ, ডাউনলোড হতে কিছুটা সময় নিতে পারে। এখন আপনি যখন তখন ইন্টারনেট ছাড়া Webpage টি ওপেন করতে পারবেন।

৪। ফোন মেমোরি বৃদ্ধিঃ


আমরা প্রায়ই নতুন কোন গেম বা এপ্লিকেশন ইনস্টল করার সময় “পর্যাপ্ত মেমোরি নেই” এই ধরনের একটি ওয়ার্নিং দেখতে পাই। তখন আমরা অন্য এপ্লিকেশন, পিকচার বা ভিডিও ডিলিট করে তা ইনস্টল করি। যা আমাদের কাছে খুবই বিরক্তিকর একটি জিনিস। কোন ফাইল ডিলিট না করে তখন দ্রুত ফোন মেমোরি ফাকা করতে ক্লিয়ার করুন আপনার মোবাইলের কেশ মেমোরি। কেশ মেমোরি ক্লিয়ার করার প্রক্রিয়া টি হলঃ
Settings –> Storage -> Cached Data -> Delete/Clear


আজকে এপর্যন্তই পরিবর্তী  টিপস পেতে সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.