Header Ads

মোবাইল ফোন গরম হলে করনীয় কি? দেখুন পোস্টে......


১. এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। যেসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলো বন্ধ রাখুন।

২. স্মার্টফোনের এমন কভার নিন যেটা ফোনের তাপ শুষে নিতে পারবে। বাইরের তাপ যেন ফোনকে আরও গরম করে না দেয়। ফোনকে যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখুন।

৩. অনেক সময় ভাইরাস ও ম্যালওয়্যারের জন্য এটি হতে পারে।

৪. র‌্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন।

৫.অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন।

৬.অ্যানিমেশন বন্ধ রাখুন।

৭.অপ্রয়োজনে ওয়াই-ফাই অফ রাখুন।

৮.রাতে স্মার্টফোন চার্জে দিয়েই ঘুমিয়ে যাবেন না। এতে স্মার্টফোনের দীর্ঘস্থায়িত্ব যেমন কমে তেমনি ফোনটি গরম করে ফেলে।

No comments

Powered by Blogger.