Header Ads

Dhaka University Admission Requirements Full Article In Bangla


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সকল তথ্য, নতুন মানবন্টন কেমন হবে, আবেদন করতে কত পয়েন্ট লাগবে, রিটেন প্রশ্ন কেমন হবে, রেজাল্ট থেকে কত মার্কস যোগ হবে ও কিভাবে প্রিপারেশন নিলে চান্স পাবা তার বিস্তারিত :
.
ঢাবি সম্পর্কে তোমাদের মনের সব প্রশ্নের বিস্তারিত উত্তর আছে এই এক পোস্টেই
অনেকেই বার বার জিজ্ঞেস করে তাই বুঝিয়ে দিলাম উত্তরগুলি একসাথে।
.
DHAKA UNIVERSITY তে Total seats আছে 7218 টা।

ক ইউনিটে আছে 1740 সিট
খ ইউনিটে আছে 2363 সিট
গ ইউনিটে আছে 1250 সিট
ঘ ইউনিটে আছে 1610 সিট।
চ ইউনিটে আছে 135 সিট।
আইবিএ তে আছে 120 সিট।
.
ঘ ইউনিটে আবার 1610 টা সিট ৩ ভাগে ভাগ করে দেওয়া হয়।
বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য 1147 টা।
মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য মাত্র ৫৩ টা।
ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টসদের জন্য ৪১০ টা সিট।
.
যাদের কোন সাবজেক্টে বি গ্রেডের কম আছে, অর্থাৎ সি ও ডি গ্রেড আছে এবং এস এস সি ও এইস এস সি রেজাল্ট সাইন্স ও কমার্সের স্টুডেন্টসদের যদি ৩.৫ এর উপরে আলাদা ভাবে থাকে তাহলে তারা নিজেদের স্ব স্ব ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
.
অর্থাৎ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের SSC এবং HSC দুটোতেই জিপিএ কমপক্ষে 3.5 করে থাকতে হবে।
.
নিজেদের স্ব স্ব ইউনিট বলতে বোঝায় বিজ্ঞান বিভাগের স্টুডেন্টসদের জন্য ক, মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য খ এবং ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টসদের জন্য গ ইউনিট। ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টসদের অবশ্যই একাউন্টিং সাবজেক্টটা থাকতেই হবে HSC তে এবং এই সাবজেক্টে অবশ্যই বি গ্রেড (৩.০০) থাকা লাগবে সি ইউনিটে পরীক্ষা দিতে।
সাইন্সের S.S.C+H.S.C=8 G.P.A
মানবিকের =7 G.P.A
কমার্সের 7.5 G.P.A লাগবে।
4th subject সহ হিসাব করা হয় ঢাবিতে জিপিএ।
মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য SSS ও HSC তে আলাদাভাবে ৩.০০ থাকতে হবে GPA।
আইবিএ তে একই সিস্টেম। G.P.A আলাদাভাবে ৩.৫ থাকা লাগবে এবং টোটাল G.P.A S.S.C +H.S.C =7.5 থাকা লাগবে। এছাড়া ও চ ইউনিটে শুধু ৬.৫ পয়েন্ট থাকলেই যে কেউ পরীক্ষা দিতে পারবে।
সুতরাং যাদের কোন সাবজেক্টে আনফর্চুনেইটলি গ্রেড পয়েন্ট SSC OR HSC তে ৩.৫ এর নিচে আছে তাদের আর ভয় নেই। তোমরা নিজেদের ইউনিটে পরীক্ষা দিতে পারবে শুধু ঘ ইউনিট বাদে।
.
কিন্ত কারো যদি কোন সাবজেক্টে বি গ্রেড এর কম থাকে তারা শুধু ঘ ইউনিটে ফর্ম উত্তোলন করতে পারবেনা। মানবিক বিভাগের স্টুডেন্টসদের জন্য একটা কথা হল যাদের এইস এস সি তে অর্থনীতি/পরিসংখ্যান /গণিত সাবজেক্টের কোন একটি ও নেই তারা যেন কেউ ঘ ইউনিটের প্রিপারেশন না নেয়। কারণ ঐ ৩টা সাবজেক্টের একটা ও যদি না থাকে HSC তে এবং সে যদি এডমিশন টেস্ট দিয়ে প্রথম স্থান অধিকার করলেও কোন সাবজেক্ট মনোনয়ন দেওয়া হবেনা। সুতরাং সাবধান।
বিজ্ঞান বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পায় তাহলে তারা কমার্সের ও আর্টসের সবগুলো সাবজেক্ট পাবে। ১১৪৭টা সিট।
মানবিক বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পায় তাহলে তারা কমার্সের সবগুলো সাবজেক্ট এবং সাইন্সের, গণিত ও পরিসংখ্যান সাবজেক্ট পাবে। ৫৩টা সিট।
ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টস যদি ঘ ইউনিটে চান্স পাই তাহলে তারা আর্টসের সবগুলো সাবজেক্ট ও সাইন্সের গণিত ও পরিসংখ্যান সাবজেক্ট পাবে। ৪১০টা তাদের সিট।
.
আবেদন যোগ্যতাঃ

❑ ক ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রত্যেকটিতে আলাদাভাবে প্রাপ্ত জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।

❑ খ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।

❑ গ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়সহ)।

❑ ঘ ইউনিটঃ
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান অথবা কৃষিবিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৮.০০ (৪র্থ বিষয়সহ)।
.
► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.০০ (৪র্থ বিষয়সহ)।

► দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)।

❑ চ ইউনিটঃ দেশের যেকোন শিক্ষাবোর্ডের অধীনে যেকোন বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৬.৫০ (৪র্থ বিষয়/অপশনাল সহ)। আবেদনের নিয়মাবলীঃ
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ে ''লগইন'' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
.
.
অনুষদ ও বিভাগ সমূহঃ

❑ ক ইউনিটঃ বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভারমেন্টাল সায়েন্সস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ফার্মেসি অনুষদ, পরিসংখ্যান অনুষদ, পুষ্ট ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট এর অধীনে নিম্মোক্ত বিভাগ সমূহ-
* জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি * ফার্মেসী
* পরিসংখ্যান, ও তথ্য পরিসংখ্যান
* ফলিত গনিত
* মৃত্তিকা পানি ও পরিবেশ
* উদ্ভিদ বিজ্ঞান * প্রাণি বিজ্ঞান
* প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান
* মনোবিজ্ঞান
* অনুজীব বিজ্ঞান
* মৎসবিজ্ঞান * পদার্থ
* গনিত
* ভূগোল ও পরিবেশ
* ভূতত্ত্ব
* দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা * ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং
* ফলিত রসায়ন
* কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
* ফলিত পরিসংখ্যান
* পুষ্টি ও খাদ্যবিজ্ঞান * রসায়ন
* লেদার ইঞ্জিনিয়ারিং
* ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং
* নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং * সমুদ্র বিজ্ঞান
* মৃত্তিকা, পানি ও পরিবেশ
* সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
* ফুডওয়্যার ইঞ্জিনিয়ারিং
* রোবটিক্স এন্ড ম্যাকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং
.
❑ খ ইউনিটঃ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এর অধীনে- * বাংলা
* ইংরেজী
* আরবি
* ফারসি ভাষা ও সাহিত্য
* উর্দু * সংকৃতি
* পালি এন্ড বুদ্ধিষ্ট স্টাডিজ
* ইতিহাস
* দর্শন
* ইসলামের ইতিহাস ও সংস্কৃতি * ইসলামি স্টাডিজ
* তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
* ভাষাবিজ্ঞান
* নাট্য কলা ও সংগীত
* বিশ্ব ধর্মতত্ত্ব * অর্থনীতি
* রাষ্ট্রবিজ্ঞান
* নৃবিজ্ঞান
* গনযোগাযোগ ও সাংবাদিকতা
* সমাজবিজ্ঞান * লোক-প্রশাসন
* আন্তর্জাতিক সম্পর্ক
* শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
* উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ
* উন্নয়ন অধয়ন * আইন
* ভূগোল ও পরিবেশ
* মনোবিজ্ঞান
* সমাজকল্যান
* শিক্ষা (বি.এড) * স্বাস্থ্য অর্থনীতি
* ডিজাস্টার ম্যানেজমেন্ট
* টেলিভিশন এন্ড চলচ্চিত্র
* ভাষাবিজ্ঞান
* প্রশাসন * ক্রিমিনোলজি
* যোগাযোগ বৈকল্য
* English for Speakers of Other Languages (ESOL)
* French as a Foreign Language (FFL)
.
❑ গ ইউনিটঃ বিজনেস স্টাডিজ (BBA) অনুষদের অধীনে-
* ব্যাবস্থাপনা
* একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেম
* মার্কেটিং
* ফিন্যান্স * ব্যাংকিং এন্ড ইনসিওরেন্স
* ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
* ট্যুরিজ্ম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
* ইন্টারন্যাশনাল বিজনেস
* অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ
.
❑ ঘ ইউনিটঃ
► বিজ্ঞান বিভাগের জন্য-
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
► মানবিক বিভাগের জন্য-
বিজ্ঞান অনুষদের গণিত, পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগ।
► বাণিজ্য বিভাগের জন্য- আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, সমাজকল্যান ও গবেষণা ও ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (বি.এড), আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনেরাবিলিটি স্টাডিজ।
.
❑ চ ইউনিটঃ
চারুকলা অনুষদের অধীনে-
* অংকণ ও চিত্রায়ন
* গ্রাফিক্স ও ডিজাইন * প্রিন্ট মেকিং
* প্রাচ্যকলা
* মৃৎশিল্প
* ভাস্কর্য
* কারুশিল্প * শিল্পকলার ইতিহাস
.
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQ এর পাশাপাশি রিটেন ( লিখিত) অংশ যোগ করায় অনেকে চিন্তিত আছো কেমন হবে প্রশ্ন!
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণ কেমন হবে তার পূর্ণাঙ্গ আলোচনা ও প্রস্তুতির দিকনির্দেশনা : 😍
.
ঢাবির লিখিত পরীক্ষা নেওয়ার কথা শুনে ঘুম হারাম করার কিছুই নেই ! লিখিত পরিক্ষা নিয়ে ভয়ের ও কিছু নেই । তুমি যা পড়তেছ তাই ই আসবে। শুধুমাত্র গোল্লা ভরাটের পরিবর্তে 'এক কথায় উত্তর' লিখতে হবে । বা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ২ নাম্বারের অনুধাবনমুলক প্রশ্নের জন্য যতটুকু লেখো ততটুকু লেখতে হবে। মানে, HSC পরীক্ষার প্রিপারেশনেই অনেকটাই কাভার হয়ে যাবে এই রিটেন অংশ 😍প্রশ্ন আগের মতই হবে । শুধু অপশন গুলো থাকবে না।
লিখিত পরিক্ষায় একটু আইডিয়া থাকলেও নাম্বার পাওয়া যায়৷ অথচ. MCQ তে কিন্তু একদম সঠিক উত্তরটিই কাউন্ট করা হয় ।
.
প্রশ্ন আগের মতই হবে । শুধু অপশন গুলো থাকবে না। আগে যেভাবে অংক আসতো এখনো সেভাবে আসবে, খালি উত্তর হাতে করে লিখে দিবে ।
.
ভর্তি পরীক্ষার মানবণ্টনঃ

❑ ক ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
পদার্থ +রসায়ন +জীববিজ্ঞান +গণিত ।
.
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
.
MCQ :
** পদার্থ- ১৫
** রসায়ন- ১৫
** জীববিজ্ঞান- ১৫
** গণিত- ১৫
.
** বাংলা/ইংরেজী- ১৫ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]
.
রিটেন ( লিখিত) :
.
** পদার্থ- ১০
** রসায়ন- ১০
** জীববিজ্ঞান- ১০
** গণিত- ১০
.
** বাংলা/ইংরেজী- ১০ (ঐচ্ছিক)
[৪র্থ বিষয় (জীববিজ্ঞান/গণিত) এর পরিবর্তে "বাংলা/ইংরেজী" অংশ উত্তর করা যাবে। মোট ৪ টি অংশের উত্তর করতে হবে।]
.
রিটেন নমুনা প্রশ্ন :
পদার্থঃ
* একটি বস্তুকে ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণে ৩০ মি/সে বেগে নিক্ষেপ করা হলো। এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাবে?
.
রসায়নঃ
* গ্রিগনার্ড বিকারকের সংকেত লিখো।
.
❑ খ ইউনিটঃ
.
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।
.
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
.
MCQ :
** বাংলা- ১৫
** ইংরেজী- ১৫
** সাধারন জ্ঞান- ৩০
[সাধারন জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল ও ধর্ম বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে।]
.
.
রিটেন / লিখিত :
** বাংলা- ১০
** ইংরেজী- ২০
** সাধারন জ্ঞান- ১০
.
রিটেন নমুনা প্রশ্ন :
.
ইংরেজি :
MCQ তে আসবে এভাবে
1. Her family consist ..... seven members
A) of B) on C) off D) by
আর রিটেনে আসবে এভাবে-
Fill in the blanks-
1. Her family consist .......seven members
2. ............... than the train left.
3.The book is being ........
.
পাশাপাশি তোমার লেখার দক্ষতা যাচাইয়ের জন্যে short Paragraph, Translation, Completing Story আসতে পারে। এসব তো তুমি HSC এর জন্য পড়েছোই।
.
বাংলাঃ
১।কারক কাকে বলে? কত প্রকার উদাহরণ দাও।
২। তোমার বাংলা ১ম পত্র পাঠ্যপুস্তক এ যে সকল কবিতা মাত্রাবিত্ত ছন্দে রচিত তাদের নাম লিখো।
৩। বিড়ালের সাথে বাসাবাড়িতে কাজের লোকদের মিল কোথায়?
.
সাধারণ জ্ঞানঃ
১।অপারেশন সার্চলাইট কি?
২। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিক দের অবদান কিরুপ ছিল?
৩। কিম জন উন ও মার্কিন প্রেসিডেন্ট এর বৈঠকে কি কি বিষয়ে সমঝোতা হয়?
.
❑ গ ইউনিটঃ
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ফিন্যান্স।
.
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
.
MCQ :
** বাংলা (১০x১.২০)- ১২
** ইংরেজী (১০x১.২০)- ১২
** হিসাব বিজ্ঞান (১০x১.২০)- ১২
** ব্যবসায় নীতি ও প্রয়োগ (১০x১.২০)- ১২
** মার্কেটিং/ফিন্যান্স (১০x১.২০)- ১২
.
.
রিটেন :
বাংলা - ০৫
ইংরেজি - ১৫
হিসাব বিজ্ঞান - ১০
ব্যবসায় নীতি ও প্রয়োগ - ১০
.
রিটেন নমুনা প্রশ্ন :
ব্যবসায় শিক্ষাঃ
১। প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য গুলো লিখো।
২। তুমি একটি ব্যাংক খুলতে চাইলে কি কি পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে?
৩। বকেয়ায় বিক্রিত মাল ফেরত আসলে তার হিসাব কিরুপ হবে?
.
❑ ঘ ইউনিটঃ
.
ভর্তি পরিক্ষা ১০০ নম্বরে।
রিটেন - ৪০, MCQ - ৬০
কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে :
বাংলা + ইংরেজি + সাধারণ জ্ঞান ।
.
এবার নতুন সিস্টেমে কোন সাবজেক্টে কত মার্কস থাকবে তা এখনো জানায়নি ঢাবি কর্তৃপক্ষ। তবে কেমন হতে পারে সেব্যাপারে তোমাদের আইডিয়া দিচ্ছি :
.
MCQ :
** বাংলা- ১৫
** ইংরেজী- ১৫
** সাধারন জ্ঞান ( বাংলাদেশ) - ১৫
* সাধারণ জ্ঞান ( আন্তর্জাতিক) - ১৫
.
.
রিটেন / লিখিত :
** বাংলা- ১০
** ইংরেজী- ২০
** সাধারন জ্ঞান- ১০
.
IBA DU
.
IBA তে ইংরেজি, জেনারেল ম্যাথ ও IQ থেকে প্রশ্ন করা হবে :
সব প্রশ্ন ইংলিশ ভার্সনে হবে।
.
❑ চ ইউনিটঃ
** ১ম অংশ (সাধারন জ্ঞান অংশ): সাধারন জ্ঞান অংশে মোট ৫০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম অংশ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।
** ২য় অংশ: ২য় অংশে অংকণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[১ম অংশের MCQ পরীক্ষায় পাশ নম্বর ৪০% অর্থাৎ, ২০ নম্বর। যারা ১ম অংশের পরীক্ষায় কৃতকার্য হবে কেবল তারাই পারবে।
.
.
সকল ইউনিটের ক্ষেত্রে :
.
জিপিএ
এসএসসি+এইচএসসি জিপিএ(৩০+৫০)=৮০
তোমার SSC এর মোট জিপিএকে ৬ দ্বারা গুণ করবে আর HSC এর জিপিএ কে ১০ দ্বারা গুণ করবে।
৪র্থ বিষয় সহ জিপিএ হিসাব করা হবে।

No comments

Powered by Blogger.