Header Ads

আবারো কাছাকাছি তাহসান ও মিথিলা | মেয়েকে নিয়ে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রে

আবারো কাছাকাছি তাহসান ও মিথিলা | মেয়েকে নিয়ে অবস্থান করেছেন যুক্তরাষ্ট্রে  

Tahsan, tahsan khan, mithila, tahsan mithila, aira tahsin khan, aira khan, tahsan New song

আবারো কাছাকাছি তাহসান ও মিথিলা


দুজন যেমন চমৎকার গান করেন তেমন অভিনয়েও সফল।  ভালোবেসে বেধে ছিলেন সংসার। কিন্তু আচমকা দমকা হাওয়ায় যেন ভেঙে যায় তাদের ঘর৷  একমাত্র মেয়ে আইরাকে মাঝখানে রেখে আলাদা হয়ে যান তারা। প্রাক্তন সেই দম্পতি হচ্ছেন তাহসান এবং মিথিলা।  ২০০৬ সালে বিয়ে করে ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা। আলাদা হয়ে গেলেও মেয়ে আইরা তাহরিন খান এর জন্য নিজেদের মধ্যেকার সম্পর্ক সুন্দর রেখেছেন তাহসান ও মিথিলা। তার সর্বশেষ প্রমান পাওয়া গেল তাদের ইন্সটাগ্রামে।  তারা দুজন মেয়েকে নিয়ে ঘুরতে গেছেন যুক্তরাষ্ট্রে।  তাহসান আর মিথিলা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।  এবং আলাদা ভাবে তারা মেয়ে আইরার সাথে ছবি তুলে তা সেয়ার করেছেন ইন্সটাগ্রামে।

No comments

Powered by Blogger.