[zorex] বানিয়ে নিন Google এর মতো full search engine কোনপ্রকার কোডিং ছাড়াই নিজের নামে!
সকলকে Zorex এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আপনারা অনেকেই চান Google এর মতো সাইট বানিয়ে নিজের বন্ধু কিংবা কাউকে impress করতে, বা নিজের এই শখটা পূরণ করতে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম Zoogle Search Engine Maker নামক Tool টি।
চলুন আগে শুরু করা যাক:
১. প্রথমে আমরা যাবো www.zoogle.cf এই লিংকে।
২. এবার menu তে ক্লিক করলে “Search Engine Maker” নামে option পাবেন, সেখানে ক্লিক করুন।
৩. আপনি যে নামে সার্চ ইন্জিন বানাতে চান সেই নামটি প্রথম Box এ লিখুন। এই নামেই আপনার Search Engine
এবং Website তৈরি হবে। ২য় ও ৩য় box এ আপনার নাম এবং ফেসবুক আইডির লিংক দিন।
৪. এবার Make it বাটনে ক্লিক করলেই আপনার নিজের সার্চ ইন্জিন Ready.
এখানে দেখুন, Credit হিসেবে আপনার দেয়া নামটি দেখাচ্ছে, এটার দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন এই সার্চ ইন্জিন আপনি বানিয়েছেন। নিজে কোডিং না করলেও বানালেন তো আপনিই!
এরপরো যদি Extra কোন সহযোগীতা লাগে তবে নির্দ্বিধায় Contact পেজে বা Facebook এ গিয়ে আপনার যা প্রয়োজন তা জানাবেন, 24 hour এর ভেতরেই রিপ্লাই দেয়া চেষ্টা করবো।
No comments