ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটে অগ্নিকান্ডের ঘটনা
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটে অগ্নিকান্ডের ঘটনা -
আজ দুপুর ১১ টার দিকে রাজধানীর কলাবাগানে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারন এবং কিভাবে আগুন লাগে বা কোথা থেকে লাগে তার কারণ জানা যায়নি। আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানটির নিচতলায় আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারো কোন প্রকার ক্ষরি হয়নি । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ।এব্যাপারে তিনি বলেন, ‘আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ১১টা ২০ মিনিটে আগুন নেভায়। এর পর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এবং ইন্সটিটিউটের উপরে থাকা ছাত্র ছাত্রী জানালা বেয়ে নেমে আসে। আশে পাশে লোকজন জরো হলে জানালার পাশে মই সহ বিভিন্ন কাঠ দিয়ে ছাত্র ছাত্রীদের নিচে নামাতে সাহায্য করেন। তবে আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
No comments