Nirbashon (নির্বাসন) Lyrics - rony - setu Choudhury
Nirbashon (নির্বাসন) Lyrics - rony - setu Choudhury -
নিশ্চুপ নীলচে আধার ঘর
থেমে থাকা অখন্ড অবসর
বাতাসের কানে সুদির্ঘ টানে দেয় আসকারা
নিভে গেছে সহরের আলো সব
মৃত প্রায় ভেতরের অনুভব
অস্ফুট সরে ডাকছে সদরে যদি দেয় সারা
কোথাও কেও নেই চারিপাশ
জানালাতে মুখভার নীল আকাশ
চিনছে আমাকে তাই পিছু ডাকে দিতে সান্তনা
চোরাবালি ভাবনায় বোকা মন
কি হলে কি হবে ভাবে সারাক্ষন
অবাক জোছনা আঁকছে ধারনা আর কল্পনা
তুমি ডাক পাঠালে আজই
আমি দৌরে যেতে রাজি
এই ইচ্ছা নির্বাসনে
আমি ডুবছি অতল রোজই আকন্ঠ
আশায় আশায়
আমি দিন ঘুনেছি রাত ঘুনেছি
তোমার ডাকের সারাক্ষন
আশায় আশায়
আমি দিন গুনেছি রাত ঘুনেছি
কবে ফুরয় নির্বাসন
অবারিত চেনা মুখে তোলপার
চেনা জানা সময়ের হাহকার
বুক ভার রাতে নিঃস্বাস হাতে আমি একলা রই
ঘুম ভাঙা ডাক তোলে নিশাচর
বহুদুরে বহুদুর ডাকে ঘর
ফিরতি আঁধারে অন্ধ চাদরে খুঁজি স্বপ্ন কই
সব কটা নোনা ধরা দেয়ালে
অতিতের ভূল ভাসে খেয়ালে
খুঁজছে আমাকে তাই বুঝি ডাকে দিতে লাঞ্চনা
চোরাবালি ভাবনায় বোকা মন
কি হলে কি হত ভাবে সারাক্ষন
অবাক জোছনা আঁকছে ধারনা আর কল্পনা
তুমি ডাক পাঠালে আজই
আকি দৌরে যেতে রাজি
এই ইচ্ছে নির্বাসনে
আমি ডুবকছি অতল রোজই আকন্ঠ
আশায় আশায়
আমি দিন গুনেছি রাত ঘুনেছি
তোমার ডাকের সারাক্ষন
আশায় আশায়
আমি দিন ঘুনেছি রাত ঘুনেছি
কবে ফুরয় নির্বাসন
আশায় আশায়
আমি দিন গুনেছি রাত গুনেছি
তোমার ডাকের সারাক্ষন
আশায় আশায়
আমি দিন গুনেছি রাত গুনেছি
কবে ফুরয় নির্বাসন।।।
No comments