Header Ads

নোবেল প্রসঙ্গ ও জাতীয় সংগীত এর ইতিহাস

নোবেল প্রসঙ্গ ও জাতীয় সংগীত এর ইতিহাস

Noble man, tahseenation

নোবেল প্রসঙ্গ ও জাতীয় সংগীত এর ইতিহাস

Tahseenation তার youtube চ্যানেলে নোবলেকে রোস্ট করায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে শুরু হয়েছে ঝর৷ নোবেল ফ্যান দের মতে নোবেল এর কোন ভুল হয়নি কারন 


বঙ্গভঙ্গ রদ আন্দোলন বা স্বদেশী আন্দোলনের সময় ১৯০৫ খ্রিস্টাব্দে গগন হরকরার গাওয়া ‘আমি কোথায় পাব তারে, মনের মানুষ যে রে’ গানটি অনেকটা অনুসরণ করে বাউল সুরে রবীন্দ্রনাথ "আমার সোনার বাংলা" গানটি রচনা করেন।
এই গান কিভাবে আমাদের জাতীয় সংগীত হয় সেটার ইতিহাস বলি এবার- ১৯৭২ সালে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল ক্যান্টিনে ছাত্রলীগ নেতারা বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীত নির্বাচন করার জন্য বসেন। প্রথমে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। কিন্তু পরে এই গানে বাংলাদেশ শব্দটি না থাকার কারনে গানটি বাতিল করা হয়।
এরপরেরবীন্দ্রনাথের "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" এই গানটি নির্বাচন করা হয়। যদিও গানটি ১৯০৫ সালে রচিত, গানে বাংলাদেশ শব্দটি নেই,শুধু মাত্র "বাংলা" শব্দ থাকার কারনে এই গানটি জাতীয় সংগীত হিসেবে সিলেক্ট হয় এবং শেখ মুজিবর রহমান এতে সম্মতি দেন।
সম্প্রতি নোবেল বলেছেন - বর্তমান জাতীয় সংগীতের চেয়ে আমার কাছে জেমস' এর "বাংলাদেশ" গানটি আরো ভাল মনে হয়। ... এই কথাটি বলার জন্য সেক্যুলার পন্থী ও দাদা বাবুদের গোলামদের ধুতিতে আগুন লেগে যায়, নোবেলকে তারা ইচ্ছামত গালাগালি, তিরস্কার করেন। নানা রকম হুমকি ধামকি দিয়েছেন।
এবার আসুন আপনি বিচার করুন।শুধু মাত্র "বাংলা" শব্দটার কারনে রবীন্দ্রনাথের গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করা হয়েছে। এই গানে কোথাও নির্দিষ্ট করে বাংলাদেশের কোন বর্ণনা দেয়া আছে? এই গানটি বাংলাদেশকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ রচণা করেছিলেন? বাংলা তো পশ্চিম বাংলাও বুজায়।
এবার আসুন, প্রিন্স মাহমুদের কথা ও সুরে সম্ভবত ২০০০ সালে পিয়ানো এলবামে "বাংলাদেশ" গানটি রিলিজ হয়। তুমি মিশ্রিত লগ্ন, মাধুরীর জলে ভেজা কবিতায়। এই গানে কি নেই?
মুজিব, জিয়া, ভাসানী, শেরে বাংলা, সারোওয়ার্দী, নজরুল, সুফিয়া কামাল, জসীমউদ্দিন, জাহানারা ইমাম, জয়নুল, আব্বাসউদ্দীন, আব্দুল আলীম, সাত জন বীরশ্রেষ্ঠ, একুশের প্রভাত ফেরী সহ পুরো বাংলার প্রতিচ্ছবি। ... একটি গানে পুরো একটি বাংলাদেশ।
আমাদের শত শত দেশের গান আছে, কিন্তু এই গানের কাছাকাছি মানের আর কোন গান রচিত হয়নি আর হবেও না। এই গানকে যদি নোবেলের জাতীয় সংগীতের চেয়ে ভাল লাগে,সে যদি মনে করে এই গানকে জাতীয় সংগীত বানানো উচিত তাহলে কি সে খুব অন্যায় করে ফেলেছে? আপনার কাছে যদি মনে হয় এতে জাতীয় সংগীতের অপমান হয়, ভারত প্রেমিক দের গায়ে লাগবে তাহলে যুক্তিসঙ্গত সমালোচনা করুন।

No comments

Powered by Blogger.