Bangla Cinema - সর্বকালের সেরা বাংলা মুভি খুঁজছেন ? দেখে নিন সেরা ৬০ টি সিনেমা
Bangla Cinema - Best Bangla Movies Of All Times :
Best bengali movies of all times |
Bangla movies আমদের দেশে তৈরি হওয়া Bangla Cinema এবং ইন্ডিয়ার সাথে যৌথ ভাবে করা সেরা ছবি গুলোর লিস্ট আপনাদের মাঝে তুলে ধরা হল। আপনি যদি Bangla movie পছন্দ করেন আর এই মুভিগুলো দেখেন নি তাহলে আপনি অনেক কিছু মিস করলেন। আমাদের দেশে এখন Bangla movies এর অবস্থা খুব বেশি ভাল না। দিন দিন হারিয়ে যাচ্ছে সিনেমা হল এবং আমরা হারাচ্ছি বিনোদনের এক অন্যতম মাধ্যম সিনেমা। কিন্তু আপনি কি জানেন? যে বাংলাদেশে এক সময় সিনেমার দিক দিয়ে অনেক এগিয়ে ছিল? এবং তখনকার অনেক Bangla movies যা এখনো পর্যন্ত সব থেকে বেশি রেটিং পাওয়া। আজ আপনাদের মাঝে টপ ৬০ টি বাংলা মুভির লিস্ট দিব এবং এই মুভি গুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে মনে করব আপনার বাংলা সিনেমার বেপারে কোন ধারনাই নেই। প্রত্যেকটা মুভি আপনি একবার দেখলে পরে আবার দেখতে ইচ্ছা করবে। এবং দেখুন হয়ত আপনার পছন্দের মুভিটিও হয়তো টপ ৬০ এর মধ্যে আছে। তো চলু দেখে নেই Best bangla movies of all times -
Bangla movies poster 1-15 |
1) Jibon Theke Nea - জীবন থেকে নেয়া :
জহির রায়হান এর এই ছবিটি ১৯৭০ সালের এপ্রিলে মুক্তি পায় ।এই ছবিতে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
2) The Clay bird - মাটির ময়না :
3) Guerrilla - গেরিলা :
গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচিত্র । এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রটি৷
4) Lalsalu - লালসালু :
লালসালু তানভীর মোকাম্মেল পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ২০০১ সালে এটি তৈরি হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লালসালু উপন্যাস অবলম্বনে । ছবিটি অনেকবার জাতীয় পুরস্কার পায় ।
5) Padma Nadir Majhi - পদ্মানদীর মাঝি :
১৬ মে ১৯৯৩ সালে মুক্তি পায় পদ্মানদীর মাঝি এটি বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে নির্মিত ছবি । গৌতম ঘোষ চলচ্চিত্রটি নির্মাণ করেন বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ।
6) Monpura - মনপুরা :
মনপুরা ২০০৯ সালে মুক্তি পাওয়া একটি ছবি। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এই ছবিটি পরিচালনার মাধ্যমে সেলিম প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন। ছবিটিতে গ্রামবাংলার পারিবারিক এবং প্রেমের কাহিনি নিয়ে একটি চমৎকার ছবি আমার দেখা বেস্ট একটা বাংলা সিনেমা এটি।
7) Debi - দেবী :
দেবী ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি রহস্যধর্মী ছবি। এটি মিসির আলির প্রথম ছবি। ছবিটি নির্মিত হয়েছে খ্যাতনামা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত মিসির আলি ধারাবাহিকের একই নামের প্রথম উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
8) Aynabaji - আয়নাবাজি :
আয়নাবাজি ২০১৬ সালে মুক্তি পাওয়া একটি অপরাধধর্মী থ্রিলার চলচ্চিত্র। ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও প্রযোজক কনটেন্ট ম্যাটারস লিমিটেড।
9) Runway - রানওয়ে :
রানওয়ে বাংলাদেশের বিখ্যাত বিকল্পধারার চলচিত্র তারেক মাসুদ পরিচালিত ছবি। ছবিটি মুক্তি পায় ২০১০ সালে।
10) Dipu Number 2 - দীপু নাম্বার টু :
দীপু নাম্বার টু ১৯৯৬ সালে মুক্তি পাওয়া একটি চলচিত্র। ছিবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম । মুহাম্মদ জাফর ইকবালের ১৯৮৪ সালের একই নামের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত ।
11) Television - টেলিভিশন :
টেলিভিশন ২০১৩ সালে ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া একটি ছবি। ছবিটি পরিচালনা করেছেন নাট্যকার-চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী।
12) A River Called Titas - তিতাস একটি নদির নাম :
ঋত্বিক ঘটক পরিচালিত ১৯৭৩ সালের বাংলাদেশী নাট্যধর্মী ছবি । বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে চলচ্চিত্র উপযোগী করে নির্মিত হয়েছে।
13) Aguner Poroshmoni - আগুনের পরশমণি :
আগুনের পরশমণি ১৯৯৪ সালে মুক্তি পায়। স্বাধীনতা যুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আগুনের পরশমণি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
14)Third Person Singular Number - থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার :
২০০৯ সালের ১১ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাংলাদেশি একটি অসাধারণ ছবি।
15) Chhutir Ghonta - ছুটির ঘণ্টা :
১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ছুটির ঘণ্টা একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করূন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে।
Bangla movies poster 16-30 |
16) Shongkhonil Karagar - শঙ্খনীল কারাগার :
বাংলাদেশী সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার অবলম্বনে। শঙ্খনীল কারাগার ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা সিনেমা।
17) Surja Dighal Bari - সূর্য দীঘল বাড়ী :
১৯৫৫ সালে প্রকাশিত কালজয়ী সূর্য দীঘল বাড়ী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়। এটিই বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
18) Shyamol Chhaya - শ্যামল ছায়া :
হুমায়ুন আহমেদের এই ছবিটি ২০০৬ সালে "সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র" বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে নিবেদন করা হয়েছিল।
19) Mukh O Mukhosh - মুখ ও মুখোশ :
মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। এই ছবিটি ১৯৫৩ সালে মুক্তি পায়।
20) Ora 11 Jon - ওরা ১১ জন :
১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র এটি।
21) Ontorjatra - অন্তর্যাত্রা :
ছবিটি বাংলাদেশর প্রথম ডিজিটাল চলচ্চিত্র হিসেবে তৈরী করা হয় । বাংলাদেশের বিখ্যাত বিকল্পধারার চলচিত্রকার তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত ছবি
22) Nodir Naam Modhumoti - নদীর নাম মধুমতী :
নদীর নাম মধুমতী ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
23) Kancher Deyal - কাঁচের দেয়াল :
কাঁচের দেয়াল, ১৯৬৩ সালে মুক্তি প্রাপ্ত একটি সিনেমা। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি।
24) Amar Bondhu Rashed - আমার বন্ধু রাশেদ :
কিশোর উপন্যাস অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তি পায়।
25) Poramon 2 - পোড়ামন ২ :
পোড়ামন ২ হল একটি বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি এই সময়ের একটি অসাধারণ বাংলা সিনেমা।
26) Sujon Sokhi - সুজন সখী :
সুজন সখী ১৯৭৫ সালে মুক্তি পাওয়া একটি রোমান্টিক চলচ্চিত্র।
27) Dukhai - দুখাই :
১৯৯৭ সালে মুক্তি পাওয়া দুখাই মোরশেদুল ইসলাম পরিচালিত একটি বাংলাদেশী বিপর্যয়-নাট্যধর্মী চলচ্চিত্র।
28) Joyjatra - জয়যাত্রা :
জয়যাত্রা ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
29) Bachelor - ব্যাচেলর: দ্য সার্কেল :
ব্যাচেলর: দ্য সার্কেল ২০০৪ সালে মুক্তি পাওয়া একটি বাংলা সিনেমা।
30) Mad_e in Bangladesh - মেড ইন বাংলাদেশ :
মেড ইন বাংলাদেশ ২০০৬ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
bangla movies poster 31-45 |
31) Srabon Megher Din - শ্রাবণ মেঘের দিন :
হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন উপন্যাস অবলম্বনে নূহাশ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়। ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পায়।
32) Dahan - দহন :
সুচিত্রা ভট্টাচার্য রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
33) Chandrokotha - চন্দ্রকথা :
চন্দ্রকথা হল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি নাট্য চলচ্চিত্র। এটি হুমায়ুন আহমেদের কেটি উপন্যাস থেকে নেয়া।
34) Moner Manush - মনের মানুষ :
মনের মানুষ ২০১০ সালে মুক্তি পাওয়া গৌতম ঘোষ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ভারত ও বাংলাদেশ এর যৌথ প্রযোজনায়।
35) Hangor Nodi Grenade - হাঙর নদী গ্রেনেড :
সেলিনা হোসেন এর উপন্যাস হাঙর নদী গ্রেনেড অবলম্বনে নির্মিত এই ছিবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
36) Komola Rocket - কমলা রকেট :
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামক দুটি গল্প অবলম্বনে চলচ্চিত্রটি ২০১৮ সালে মুক্তি পায়।
37) Golapi Ekhon Traine : গোলাপী এখন ট্রেনে :
গোলাপী এখন ট্রেনে ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
38) Sudden Rain :
এটি ১৯৫৬ সালের একটি সিনেমা।
39) Jalaler Golpo - জালালের গল্প :
জালালের গল্প ২০১৪ সালে মুক্তি পায়। 'জালালের গল্প' চলচ্চিত্রটি জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে।
40) Nawab Sirajuddaula - নবাব সিরাজউদ্দৌল্লা :
নবাব সিরাজউদ্দৌল্লা হল ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র।
41) Chitra Nodir Pare - চিত্রা নদীর পারে :
চিত্রা নদীর ১৯৯৮ সালের বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৪৭ সালের দেশবিভাগ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দুদের জীবনে যে প্রভাব ফেলেছিল, তা এই ছবি।
42) Ghetu Putro Komola - ঘেটু পুত্র কমলা :
ঘেটু পুত্র কমলা ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। এটি হুমায়ুন আহমেদের একটি সিনেমা।
43) Nondito Noroke - নন্দিত নরকে :
এটিও হুমায়ুন আহমেদের একটি চলচিত্র।
44) Sareng Bou - সারেং বৌ :
সারেং বৌ ১৯৭৮ সালে মুক্তি পায়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্হায় নির্মিত এই ছবিটিতে আবদুল জব্বার এর কণ্ঠে গাওয়া ওরে নীল দরিয়া গানটি অনেক জনপ্রিয়তা অর্যন করেছে।
45) Palabi Kothae - পালাবি কোথায় :
সাবানা এবং হুমায়ুন ফরিদির অভিনয় করা একটি অসাধারণ ছবি।
Bangla movies poster 46-60 |
46) Haajar Bachhar Dhorey - হাজার বছর ধরে :
হাজার বছর ধরে ২০০৫ সালে মুক্তি পায় এই ছিবিটি এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
47) Brihonnola - বৃহন্নলা :
বৃহন্নলা ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র।
48) The Hunger - ভাত দে
ভাত দে ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র। ছবিটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ নয়টি বিভাগে পুরস্কার লাভ করে।
49) Haldaa - হালদা :
হালদা ২০১৭ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদী ও এর দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে চলচ্চিটি।
50) Shasti - শাস্তি :
শাস্তি ২০০৪ সালে মুক্তি পাওয়া একটি ছবি। ছবিটি নিবেদন করেছে বিশ্বের স্হানীয় ব্যাংক, এইচ এস বি সি বাংলাদেশ।
51) Gangajatra - গঙ্গাযাত্রা :
গঙ্গাযাত্রা ২০০৯ সালে মুক্তি পায়। অটিও অসাধারন একটি বাংলা সিনেমা।
52) Molla Barir Bou - মোল্লা বাড়ির বউ :
মোল্লা বাড়ির বউ ২০০৫ সালে মুক্তি পাওয়া একটি সিনেমা। সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক কুসংস্কার বেড়াজালের গল্প নিয়ে নির্মিত হয় এই ছবিটি।
53) Emiler Goenda Bahini - এমিলের গোয়েন্দা বাহিনী :
এমিলের গোয়েন্দা বাহিনী ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি এমিলের গোয়েন্দা দল নামক কিশোর গোয়েন্দা উপন্যাসের আলোকে এটি নির্মিত হয়েছে।
54) Anil Bagchir Ekdin - অনিল বাগচীর একদিন :
অনিল বাগচীর একদিন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি। হুমায়ূন আহমেদ রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি।
55) Chandra Grohon - চন্দ্রগ্রহণ :
চন্দ্রগ্রহণ ২০০৮ সালের একটি অসাধারণ চলচিত্র। সৈয়দ মুস্তাফা সিরাজ এর একটি ছোটগল্প অবলম্বনে ছবিটি।
56) Poka Makorer Ghar Bosoti - পোকা মাকড়ের ঘর বসতি :
পোকা মাকড়ের ঘর বসতি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া পোকা মাকড়ের ঘর বসতি উপন্যাস অবলম্বনে নির্মিত।
57) Bapjaner Bioscope - বাপজানের বায়স্কোপ :
বাপজানের বায়স্কোপ হল রিয়াজুল রিজু পরিচালিত ও প্রযোজিত ২০১৫ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।
58) Fagun Haway - ফাগুন হাওয়ায় :
ফাগুন হাওয়ায় ২০১৯ সালের বাংলাদেশী ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র।
59) Anondo Osru - আনন্দ অশ্রু :
আনন্দ অশ্রু সলমান সাহ এর অসাধারণ একটি সিনেমা এটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
60) Dhaka Attack - ঢাকা অ্যাটাক :
ঢাকা অ্যাটাক হল ২০১৭ সালের বাংলাদেশি রোমাঞ্চকর নাট্যধর্মী চলচ্চিত্র । এই সময়ের একটি অসাধারণ সিনেমা এটি।
bengali সকল সিনেমার মধ্যে এই সিনেমাগুলো সব থেকে বেশি দেখা হয়েছে। আপনি যদি বাংলা মুভি ভালবেসে থাকেন এবং এই ছবি গুলো না দেখে থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। ছবিগুলো সব ইইউটিউবে পাবেন তাই দেখে নিন আসা করি ভাল লাগবে।
No comments