Header Ads

হিরো আলমের গান শুনে বিরক্ত দর্শক | মান সম্মানের ভয়ে গালি দিতে পারছেন না কেও

হিরো আলমের নতুন গান এবং দর্শকদের অবস্থাঃ

Hero alom new song, hero alom song,  hero alom sosong lyrics,

কিছুদিন আগে বাবু খাইছো নামক একটি গান ভাইরাল হয় হিরো আলমের। রিতিমত গানটি নিয়ে চলছে সোস্যাল মিডিয়ায় সমালোচনা। গান শুনে দর্শকদের মানসিক সমস্যায় ভুগতে হচ্ছে বলে জানা যায় বিভিন্ন পোস্ট এবং কমেন্ট থেকে। 

বাবু খাইছো নামক গান শুনার পর থেকে খাওয়া দাওয়া ছেরে দিয়েছে অনেকে। এবং যারা খেয়েদেয়ে গানটি শুনেছে তাদের খাবার হজম হচ্ছেনা বলেও জানা গেছে। 

অন্যদিকে হিরো আলম গানটিতে মিলিয়ন ভিউ পেয়ে প্ল্যান করছে আবারও অন্য কোন গান দর্শকদের উপহার দেয়ার জন্য। আবার অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন প্রশ্ন এটা গান নাকি কবিতা?  

আর অন্য দিকে গানের লিরিক না বুঝে বার বার শুনতে শুনতে হিরো আলমের ফ্যান হয়ে যাওয়া একদল তরুন তরুনি  তার মত গায়ক হওয়ার সপ্ন দেখছেন৷ আর কিছু দর্শকের অভিযোগ রাগে তাদের মাথার চুল উঠে যাচ্ছে কিন্তু মান সম্মানের ভয়ে গালি দিতে পারছেন না তারা। ইতিমধ্যে আরো কিছু গানের সাথে হিরো আলমের হিন্দি গানও ভাইরাল হওয়ায় ভারতেও তোলপার শুরু হয়েছে। 


No comments

Powered by Blogger.