Header Ads

সকল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম | জিপি রবি এয়ারটেল স্কিটো এবং বাংলালিংক

আসসালামু আলাইকুম।  কেমন আছেন সবাই?  আসা করি ভাল। আল্লাহর অসেস রহমতে আমিও ভালই আছি৷ আজ আপনাদের দেখাবো সকল সিমে কিভাবে balance transfer করতে হয়। আমাদের ভিবিন্ন কারনে এক সিম থেকে অন্য সিমে balance transfer করার দরকার। কারন অনেক সময় আসে পাশে লোডের দোকান খোলা থাকে না বা ফ্লেক্সিলোড করা সম্ভব হয় না ।  বা যে কোন কারনে আমাদের balance transfer করার দরকার হতে পারে তাই আপনাদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম balance transfer gp, robi, airtel, skitto Banglalink,   

জিপি, রবি, এয়ারটেল স্কিটো এবং বাংলালিংক  সিমে কিভাবে ব্যালেন্স  ট্রান্সফার করতে হয়।

জিপি ব্যালেন্স ট্রান্সফার কোড, গ্রামীন সিমে ব্যালেন্স ট্রান্সফার, Banglalink balance transfer pin forgot, how to get banglalink balance transfer pin, banglalink balance transfer pin forgot,

 তো চলুন দেখে নাই কিভাবে ব্যালেন্স  ট্রান্সফার  করবেন -


💥 বাংলালিংক ব্যালেন্স  ট্রান্সফার  - Banglalink balance transfer :


○সকল বাংলালিংক  প্রিপেইড গ্রাহকরা অন্য প্রিপেইড গ্রাহকদের কাছে ব্যালেন্স ট্রান্সফার  করতে পারবেন

○নতুন সিমের জন্য সিম চালু করার এক মাস পর থেকে

প্রথমেই  রেজিষ্ট্রেশন করতে হবে সেজন্য :

ডায়াল করুন *১০০০# ⇒ ব্যালেন্স ট্রান্সফার  ⇒  জেনারেট পিন⇒ নিউ পিন⇒ (পপ-আপ মেসেজ আসবে) “You have successfully set your PIN”
ব্যাস আপনার রেজিষ্ট্রেশন হয়ে গেছে।  এবার উপরে যে নিউ পিন দিয়েছেন  সেটি সংরক্ষণ করে রাখুন কারন ব্যালেন্স ট্রান্সফার করতে হলে পিনটি লাগবে।

ব্যালেন্স ট্রান্সফার করতে :


ডায়াল করুন *১০০০# ⇒ ব্যালেন্স ট্রান্সফার  ⇒ আপনার পিন লিখুন ⇒ প্রাপকের নাম্বারটি লিখুন ⇒ একাউন্ট লিখুন

পিন কিভাবে পরিবর্তন কিরবেন? :


ডায়াল করুন *১০০০# ⇒ চেইঞ্জ পিন ⇒ বর্তমান পিন লিখুন ⇒ নতুন পিন লিখুন


একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা আর এক মাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করা যাবে। এজন্য আপনার ব্যালেন্স থেকে কোন চার্জ করা হবে না ফ্রিতে ট্রান্সফার  করতে পারবেন ধন্যবাদ।

Check Also: All sim offer 

গ্রামিণফোন ব্যালেন্স ট্রান্সফার - gp balance transfer :


প্রতিবার সর্বনিম্ন ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন।

রেজিস্টার করার জন্য :

ডায়াল করুন *১২১*১৫০০# তারপর ১ প্রেস করুন

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য :
ডায়াল করুন *১২১*১৫০০# এবং ২ প্রেস করে ইন্সট্রাকশন ফলো করুন।

পিন পরিবর্তন করতে :


ডায়াল করুন *১২১*১৫০০# তারপর ৩ প্রেস করে
ইন্সট্রাকশন ফলো করুন।

রবি ব্যালেন্স ট্রান্সফার - robi balance transfer :


রবি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে ব্যাবহার করুন My robi app my robi এপ ওপেন করে সাইড বার থেকে balance transfer option টিতে ক্লিক করে ব্যালেন্স ট্রান্সফার করুন অথবা ডায়াল করুন *১২৩*৪#

এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার - airtel balance transfer :   

এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে my airtel app ওপেন করে সাইড বার মেনু থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।  অথবা ডায়াল করুন  *১২১২#

স্কিটো ব্যালেন্স ট্রান্সফার - skitto balance transfer :

Skitto সিমে ব্যালেন্স ট্রান্সফার এর জন্য skitto app এ প্রবেশ করুন এবং মেনু সাইডবার থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশন থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।       

skitto sim - skitto সিমের অফার সহ সকল সার্ভিস সম্পর্কে বিস্তারিত

No comments

Powered by Blogger.