Header Ads

নিজের গান শুনে নিজেই পাগল হিরো আলম

নিজের গান শুনে নিজেই পাগল প্রায়ঃ

Hero alom news, hero alom new song, hero alom biography,


হিরো আলম এখন শুধু হুরো আলম নয়। তিনি এখন সিংগার হিরো আলম। তার প্রথম গানের নাম বাবু খাইছো? গানটিতে মিলিয়ন ভিউ পাওয়ার পরে তিনি গানকে তার ক্যারিয়ারের একটি অংস হিসেবে নিয়েছেন। ইতিমধ্যে তার বাবু খাইছো গানের পড়েও কয়েকটি গান ভাইরাল হয়। এবং এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নানা বিতর্কের সম্মুখীন হয় হিরো আলম। সবাই তার গান শুনে বিরক্ত হলেও যেন তার তাতে কিছু যায় আসেনা। 

তিনি একের পর এক গান গেয়েই যাচ্ছেন। দর্সকরা তার গান নিয়ে হাসাহাসি এবং বিভিন্ন ট্রল বানালেও থামেননি তিনি৷ সবার ধারনা সে দিন দিন পাগল হয়ে যাচ্ছে দ্রুত ডাক্তারের কাছে না নিলে ভয়াবহ অবস্থা হতে পারে বলে ধারনা দর্শকদের। এসব যেনে শুনেও হিরো আলম বলেন যতদিন দর্শক তার গানের প্রশংসা করবেন না ততদিন তিনি গান গেয়েই যাবেন।

এদিকে জায়েদ খান বলেন আমরা হিরো আলম নামের কাওকে চিনিনা। হিরো আলম বলতে আমাদের কিছু নেই। একথা শুনে হিরো আলম জায়েদ খানকে চ্যালেঞ্জ করে বলেন আপনি জায়েদ খান এক দিকে দারাবেন আমি একদিকে দারাবো দেখব কে জয়ী হয়৷ 

No comments

Powered by Blogger.