Header Ads

teletalk new sim offer free 17 Gb, 100 minutes, 100 sms

teletalk new sim offer টেলিটক নতুন সিমের অফার :

Teletalk internet offer, teletalk 17gb, teletalk new sim offer,

Teletalk free mb, minutes, sms


মুজিব শতবর্ষের আনন্দ আরো বাড়িয়ে দিতে টেলিটক নিয়ে এলো "শতবর্ষ" প্যাকেজ।  নতুন সংযোগে মাত্র ১০০ টাকা রিচার্জে ১০০ টাকা ব্যালেন্সসহ সিম ফ্রি !

সিমটি ফ্রি পাবার জন্য ১০০ টাকা রিচার্জ করতে হবে। 


এই ১০০ টাকা রিচার্জে রয়েছে-

১০০ মিনিট টকটাইম, 

১০০ এসএমএস ও 

১৭ জিবি ইন্টারনেট একদম ফ্রি!  


প্যাকেজ আরো থাকছে -


স্পেশাল কলরেট অফারঃ


- মাত্র ৩৪ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ১০ দিন এবং

- মাত্র ৭৯ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট কলরেট; মেয়াদ ৩০ দিন

- স্পেশাল কলরেটের ক্ষেত্রে রিচার্জকৃত ৩৪ টাকা ও ৭৯ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে। 


স্পেশাল ইন্টারনেট অফারঃ


-২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন

 -অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ অথবা, ডায়াল করুন *১১১*১৭#

-স্পেশাল ইন্টারনেট অফারটি প্রতি ১৫ দিনে একবার, মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে। 


অন্যান্য তথ্যাবলীঃ 


১) ফ্রি অফারটি সিম অ্যাক্টিভেশনের পর একবারই পাওয়া যাবে, যার মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।

২) ফ্রি মিনিট ও এসএমএস যেকোনো লোকাল অপারেটরে ব্যবহার করা যাবে। 

৩) রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল ব্যালেন্সে যোগ হবে। 

৪) পে-পার ইউজ একদিনে সর্বোচ্চ ৫ টাকা। 

৫) টেলিটক-এর বিদ্যমান সকল গ্রাহক (১০০ টাকা রিচার্জ অফার ব্যাতীত) শতবর্ষ প্যাকেজের অন্যান্য সকল অফারসমূহ উপভোগ করতে পারবেন।

৬) শতবর্ষ প্যাকেজে মাইগ্রেট করতে আপনার টেলিটক সংযোগ থেকে ‘S100’ লিখে পাঠিয়ে দিন ৮৮৮ নম্বরে (চার্জ ফ্রি) ।

গ্রাহক SMS প্রদানের ৭২ ঘন্টার মধ্যে প্যাকেজ মাইগ্রেশন সংক্রান্ত নোটিফিকেশন SMS পাবেন। যদি কোন কারনে মাইগ্রেশন সফল না হয় তবে, উক্ত SMS টি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। 

৭) স্পেশাল কলরেট ও  স্পেশাল ইন্টারনেট অফার শতবর্ষ  ও টেলিটক-এর সকল প্রিপেইড প্যাকেজের জন্যে প্রযোজ্য।

No comments

Powered by Blogger.